»এ কেমন "গ"«

লিখেছেন লিখেছেন Md. Ziaur rahman ১৭ অক্টোবর, ২০১৪, ০২:২১:১৩ রাত

গ-তে গণতন্ত্র দেশের মানুষ জানে,

গণতন্ত্রের কথা যারা বলে তারা কি তা মানে?

গলতন্ত্রের কথা বলে মুখে তোলে ফেনা,

দেশকে চালাতে সরকার করছে অনেক ছলনা।

গ-তে গণমাধ্যম আছে ভূড়ি ভূড়ি,

সরকারের কথা বলে বিরোধীদের খবর করে চুরি। ভয় করে গণমাধ্যম সরকার যদি কিছু বলে,

তাই তো গণমাধ্যম এখন ইনুর কথায় চলে।

গ-তে গদি বসতে সবাই চায়,

গদির লোভে এই সরকার ভোট ছাড়াই ১৫৪ জন এমপি বানায়।

এদের কথা শুনলে পরে ভালো মানুষের মাথা ধরে,

প্রতিবাদ করতে গেলে পুলিশ দিয়ে ইচ্ছে মতো তাদের ধোলাই করে।

গ-তে গণ সংযোগ করছে ২০ দল,

আর কিছু দিন গেলে পরে এই সরকার

হাড়ে হাড়ে পাবে তার ফল।

বিষয়: বিবিধ

১০৪৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275167
১৭ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৯
ফেরারী মন লিখেছেন : চমৎকার লিখেছেন। দেশে কোনো গণতন্ত্র নাই আছে স্বৈরতন্ত্র।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File