ভালোবাসা

লিখেছেন লিখেছেন Md. Ziaur rahman ১২ অক্টোবর, ২০১৪, ০৮:৫৩:৪১ রাত

পুরো পৃথিবী কে আলোকিত করার

জন্য,

যেমন একটা সূর্য যথেষ্ট ।

ঠিক তেমন ই পুরো জীবন

কে সাজাতে মনের মতো,

একজন ভালোবাসার মানুষ'ই

যথেষ্ট ....

বিষয়: বিবিধ

৯৪৩ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273667
১২ অক্টোবর ২০১৪ রাত ০৯:০৪
ফেরারী মন লিখেছেন : এটা কি আপনি লিখেছেন না আমি লিখেছি বুঝতে পারছি না। হুবহু মিলে গেলো কিভাবে? Worried Worried
273687
১২ অক্টোবর ২০১৪ রাত ০৯:৪৬
মেঘ ভাঙা রোদ লিখেছেন : অনেক সুন্দর হয়েছে আরো বেশী বেশী লিখুন ।
273688
১২ অক্টোবর ২০১৪ রাত ০৯:৪৯
আফরা লিখেছেন : তবে একটু খানি কথা আছে ভালবাসার মানুষ নির্বাচনে যদি ভুল হয় তাহলে জীবন হবে আমাবশ্যার মত অন্ধকার ।
273714
১২ অক্টোবর ২০১৪ রাত ১১:৪০
ইক্লিপ্স লিখেছেন : এত ছোট? আরেকটু বড় হলে বেশি ভালো লাগত।
273744
১৩ অক্টোবর ২০১৪ রাত ০১:২১
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়
পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি

গল্পে-সাহিত্যে প্রেমের বচনে এসব কথা সুন্দর,
তবে বাস্তব জীবনে নয়-

হয়তো কোন এক কালে ছিল

আকাশটা কুয়াশামুক্ত ও মেঘমুক্ত না হলে-
সূর্যের ত্যেজ নিতান্তই অক্ষম ও অসহায়


273773
১৩ অক্টোবর ২০১৪ রাত ০৩:৫১
কাহাফ লিখেছেন :
তেমনি ভাবে.......
একজন ভূল মানুষের মিথ্যে ভালবাসা সাজানো জীবন কে ধ্বংশ করে দেয়ার জন্যেও যথেষ্ঠ!
273797
১৩ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৫১
ArRad লিখেছেন : অশ্লীল ফটো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File