পলাশ, শিমুল
লিখেছেন লিখেছেন Md. Ziaur rahman ১০ অক্টোবর, ২০১৪, ০৭:৪৫:২৬ সন্ধ্যা
ও পলাশ ও শিমুল কেন এ মন রাঙ্গালে
জানিনা জানিনা আমার এ ঘুম কেন ভাঙ্গালে
ও পলাশ ও শিমুল কেন এ মন রাঙ্গালে
জানিনা জানিনা আমার এ ঘুম কেন ভাঙ্গালে
যার পথ চেয়ে দিন গুনেছি আজ তার পদধবনী শুনেছি
যার পথ চেয়ে দিন গুনেছি আজ তার পদধবনী শুনেছি
ও বাতাস কেন আজ বাঁশি তব বাজায়ে
দিলে তুমি এ হৃদয়ে সাজায়ে…….
ও পলাশ ও শিমুল কেন এ মন রাঙ্গালে
জানিনা জানিনা আমার এ ঘুম কেন ভাঙ্গালে
ও পলাশ ও শিমুল কেন এ মন রাঙ্গালে
জানিনা জানিনা আমার এ ঘুম কেন ভাঙ্গালে
যায় বেলা যাক না আঁখি দুটি থাক না
সুন্দর স্বপ্নে মগ্ন যেন এলো আজ সেই শুভ লগ্ন
যায় বেলা যাক না আঁখি দুটি থাক না
সুন্দর স্বপ্নে মগ্ন যেন এলো আজ সেই শুভ লগ্ন
এ জীবনে যতটুকু চেয়েছি মনে হয় তার বেশি পেয়েছি
এ জীবনে যতটুকু চেয়েছি মনে হয় তার বেশি পেয়েছি
ও আকাশ কেন আজ এতো আলো ছড়ায়ে
আমারে যে দিলে তুমি ভরায়ে…..।
বিষয়: বিবিধ
১৩৫৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে গানটি আমার ভালো লাগে।
ফেরারী মন লিখেছেন : এইভাবে সূত্র ছাড়া একটি গান দেওয়া কি ঠিক হলো? নিচে গানটির ইউটিউব ভিডিও শেয়ার করতে পারতেন।
তিনি যথার্থ বলেছেন, সহমত
বুঝেনিও মোর গাঁয়ে এসেছে ফাগুন৷
মন্তব্য করতে লগইন করুন