»আর কত ঈদ অতপর«

লিখেছেন লিখেছেন Md. Ziaur rahman ০৮ অক্টোবর, ২০১৪, ১০:৩৬:০০ রাত

ঈদ পার হয়ে গেল অথচ বিএনপির আন্দোলনে নামার কোন ভূমিকা চোখে পড়ছে না। যার কারনে দেশের সাধারন জনগন বিএনপিকে মনে প্রানে ঘৃনা করা শুরু করেছে রীতি মতো। দেশের যে কোন জায়গায় চা ষ্টলে বসলেই মানুষের মুখে বিএনপির সমালোচনা ছাড়া আর কিছুই শোনা যায়না। দলের তৃনমূলের নেতা কর্মীরা হতাশায় ভুগছেন সেন্টাল নেতাদের কীর্তিকলাপ দেখে। কারন এই সব নেতারা টকশোতে আর পার্টি অফিসে বসে মুখের বুলি দিয়ে হাসিনার সরকারকে বিদায় করতে চায়। আর হাসিনার সরকার খুব ভাল করে বুঝে নিয়েছে বিএনপির সেন্টাল নেতারা মুখ দিয়ে যা বলে তা করার ক্ষমতা নেই। আর এ সব কথা উঠবে না কেন বিএনপি এত দিন বলেছে ঈদের পর কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করা হবে। সেই ঈদটা কোন সালের কোন ঈদ তা দেশের মানুষ বুঝতে পারছে না।

বিষয়: বিবিধ

১০৮২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272377
০৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৫৮
ফেরারী মন লিখেছেন : সামনের ঈদে ইনশাআল্লাহ আন্দোলন হবেই হবে।
272382
০৮ অক্টোবর ২০১৪ রাত ১১:৩৩
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
272631
০৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আপনি কি মনে করেন বাংলাদেশে আর কোন ঈদ আসবেনা??

সেটা হলো শেখের বেটির জানাযার পরের ঈদ
273089
১১ অক্টোবর ২০১৪ সকাল ১১:০৮
Md. Ziaur rahman লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File