"হবে কি আর কখনো দেখা"
লিখেছেন লিখেছেন Md. Ziaur rahman ০৩ অক্টোবর, ২০১৪, ০২:৫৭:০৩ দুপুর
২০০২ সালে আমি চাকুরী করতাম বিজ নামের একটি স্বেচ্ছাসেবি সংস্থায়। আমি ছিলাম গাজীপুর সদর ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজারের দায়িত্বে। অফিসটি ছিলো গাজীপুরের দক্ষিন ছায়া বিথী নামক স্থানে। সেখানে চাকুরী করা অবস্থায় পরিচয় হয় এক মায়াবি চঞ্চলা হরিনির সাথে। তার সাথে প্রথম কথা হয় আমার অফিসে। কি যেন একটি কাজে এসেছিল তিনি আমার অফিসে। তার পর থেকে আমার হৃদয়ে দোলা দিতে থাকে তার অপরুপ সুন্দর মুখের গঠন এবং তার আচারন। তার নাম ছিলো ভু-স্বর্গ অর্থাৎ কাশ্মিরি। যেমন নাম তেমন তার রুপ দিয়েছিলো মহান খোদাতালা। আস্তে আস্তে তার সাথে সর্ম্পক গভীর হতে থাকে এবং মায়া আবদ্ধে আমাকে কাছে টানতে ঐ চঞ্চলা হরিনী। সত্য বলতে কি যা কিছু হয়েছিলো আমার আর তার মাঝে তা ছিলো ১০০% পবিত্র। এখন আপনাদের বুঝে নিতে হবে কি ভাবে এই পবিত্র কাজে লিপ্ত হয়। হঠাৎ করে সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আমি যতটুকু জানি সে ইচ্ছা করে আমার সাথে যোগাযোগ বন্ধ করেনি। কোন না কোন সমস্যা কারনে এই অবস্থার সৃষ্টি হয়েছে। ২০০৪ সালের পর থেকে তার সাথে আর কোন কথা বা সাক্ষাত হয়নি। আর দেখা হবে কিনা জানি না। তবে দোয়া করি তুমি যেখানেই থাকো ভাল থেকো, সুখে থেকো।
বিষয়: বিবিধ
১০২৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন