জনপ্রতিনিধিত্ব করা এত কঠিন।
লিখেছেন লিখেছেন Md. Ziaur rahman ০৩ অক্টোবর, ২০১৪, ০২:৩১:১৫ রাত
আজ সারাটা দিন কেটে দিলাম আমাদের ঘোড়াঘাট পৌরসভায়। সকাল আনুমানিক ১০টার দিকে পৌরসভায় যায় আমাদের ঠিকাদারী কাজের বিলের খবর নিতে। সেখান যেয়ে দেখলাম অনেক লোকের সমাগম। অবাক হলাম এত লোক কেন। পরে জানতে পারলাম আজ রিলিফের চাল দেওয়া হবে। আরো জানতে পারলাম মোট ১৫০০ লোককে ১০ কেজী করে চাল প্রদান করা হবে। সেখানে উপস্থিত প্রায় ২হাজার থেকে আড়াই হাজারের মতো নারী পুরুষ। কার্ড ও পেয়েছে ১হাজার ৫শত লোক। কার্ডের চাল প্রদান করা শেষ হওয়ার পরে ও অনেক লোক বসে ছিলো পৌর সভার মাঠে। তাদের অনেকের সাথে কথা বললাম আপনারা এখনো বসে আছেন কেন চাল পাননি। তারা বলছে না আমরা এখনো পায়নি। এদের কে বিদায় করতে মেয়র আবার বাজার থেকে চাল কিনে তাদের মাঝে বিতরন করে দিলেন। এর পরে ও অনেক লোক মেয়রকে গালি দিচ্ছে। আসলে জন প্রতিনিধিত্ব করা যে কত কঠিন তা আজ নিজে চোখে দেখলাম।
বিষয়: বিবিধ
৮৬৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওমর(রাঃ) চাওয়া যত সহজ, হওয়া তার হাজারগুণ কঠিন
অগ্রীম শুভেচ্ছে- কুরবানী ও ঈদ মোবারক
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক
মন্তব্য করতে লগইন করুন