"স" এর প্রয়োজনীয়তা

লিখেছেন লিখেছেন Md. Ziaur rahman ০১ অক্টোবর, ২০১৪, ০৩:২৬:৪৬ দুপুর

"স" একটি মাত্র অক্ষর যা বিভিন্ন শব্দ তৈরীতে ব্যবহার করা হয়। আর এই "স" রাজনীতিতে এখন ব্যাপক ভাবে প্রয়োজন হয়ে দেখা দিয়েছে। বর্তমান সরকার সংবিধান রক্ষার স্বার্থে যে ভাবেই হোক জোড়া তালির একটি নির্বাচন করে ক্ষমতায় বসেছেন। তবে নির্বাচনের আগে প্রধান বিরোধী দলকে এই সরকার বলেছিলো এটি একটি নিয়ম রক্ষার নির্বাচন। বিরোধী দলের সাথে আলোচনা হলে একাদশ নির্বাচন নিয়ে হতে পারে দশম সংসদ নির্বাচন নিয়ে আলোচনার কোন উপায় নেই। সে মোতাবেক বিএনপি বার বার তথাকথিত সরকারকে "সংলাপে" বসার আহবান জানিয়ে আসছেন। এই সংলাপের মাধ্যমে রাজনৈতিক "সমস্যা" "সমাধানের" চেষ্টা করে যাচ্ছে বিএনপি। কিন্তু বর্তমান ভোটার বিহীন সরকার বিএনপির "সংলাপ" নামক শব্দটি আমলে না নিয়ে বরং এমন কিছু যুক্তি দাড় করানোর চেষ্টা করছে তাতে করে বিএনপির আন্দোলন সংগ্রাম করা ছাড়া আর কোন পথ থাকবে না। বিএনপি আন্দোলনে নামলে এই সরকারের পেটুয়া পুলিশ বাহিনী বাধা দিবে আর বিএনপি এই বাধাকে উপেক্ষা করে আন্দোলন করার চেষ্টা করবে নিশ্চয়। আর তখনি শুরু হবে "সংঘাত"। মানুষ সেই "স" চায় যার মাধ্যমে (সংলাপ=সমাধান) হবে। (সংগ্রাম=সংঘাত) এমনটি যেন না হয়।

বিষয়: বিবিধ

৭৯৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

270534
০১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫৭
ফেরারী মন লিখেছেন : আমরা সবাই সংঘাত চাইনা সংলাপের মাধ্যমে সমাধান চাই। আপনাকে সহস্র সালাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File