পাগলে কিনা বলে
লিখেছেন লিখেছেন Md. Ziaur rahman ৩০ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:০৪:৪৮ দুপুর
বর্তমানে স্বাধীন বাংলাদেশে অনেক ইলেট্রনিক মিডিয়া কাজ করছে। একেক মিডিয়া একেক নাম দিয়ে টক-শো নামের অনুষ্ঠান পরিচালনা করে থাকে। যেমনঃ- ETV তে দেখানো হয় "একুশে রাত", চ্যানেল আইতে দেখানো হয় "তৃতীয়মাত্রা" এ রকম আরো অনেক মিডিয়াতে বিভিন্ন নাম দিয়ে টক-শো দেখানো হয়। আর এই টক-শো তে আমন্ত্রন করা হয় দেশের বর্তমান এমপি, মন্ত্রী, সাবেক এমপি, মন্ত্রী এবং সুশীল সমাজের জ্ঞানী ব্যক্তিদের অথবা কোন বিশিষ্ট সাংবাদিক ও বিশিষ্ট শিক্ষাবিদ। যারা এদেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে ভাল কিছু চিন্তা ভাবনা করে থাকেন। এই ধরনের ব্যক্তিরা টক-শো তে নিজেদের কথা বলেন না বলেন দেশের কথা, দেশের মানুষের কথা। আর পাশাপাশি সরকারের ভূল ত্রুটি গুলো চোখে আঙ্গুল দিয়ে দেখে দেন এবং বিরোধী দলের ও অনেক ভূল ত্রুটি ধরে দেন। এতে করে সরকার এবং বিরোধী দলের অনেক ভূল সংশোধন করার বিশাল সুযোগ সৃষ্টি হয় বলে আমি মনে করি। কিন্তু গতকাল বর্তমান ভোটার বিহীন সরকারের মন্ত্রী লতিফ সিদ্দীকি এই টক-শো তে অংশ গ্রহনকারীদের নিয়ে যে ভাষায় কথা বলেছে যা লিখতেও আমার খারাপ লাগছে। ভাষাটি ছিল এ রকম "যারা টক-শো তে কথা বলে তারা টক-চুদানী না হয় চুদমারানী" কতটা মস্তিক বিকৃতি ঘটলে মুখ দিয়ে এ ধরনে.
বিষয়: বিবিধ
৯৯২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লেগেছে লিখাটি।
জাজাকাল্লাহু খাইর।
আমরা তো অক্ষম হয়ে পড়ে আছি- তবে আল্লাহতায়ালা সাধারণতঃ এমন অপরাধের শাস্তি না দিয়ে কাউকে দুনিয়া থেকে তুলে নেন না
অপেক্ষা করি... ইনশাআল্লাহ
মন্তব্য করতে লগইন করুন