অপরিবর্তিত প্রত্যাশা

লিখেছেন লিখেছেন নওরীন তারান্নুম মিম ২৬ আগস্ট, ২০১৪, ০৪:৪৭:৩৩ বিকাল

জিবনের কোন ঘনঘটায় দেখেছিনু তারে,

তা আজ ভাবিতেছি না আর।

না ভাবিয়া ও আর তার নিস্তার নাহি,

কিন্তু হায় শুন্য কেন আজি এই জনারণ্যে??

ভারাক্রান্ত,দূ:খ দূর্দশা উপেক্ষা করে,

চেয়েছিনু তোমায় এ জগৎ সংসারে।

জীবনের হাসি-কান্নায় তোমাকেও ডুবাতে চাই,

মন যে চাইনি ছাড়তে তোমায়।

আমার চাওয়া তোমার ও ছিল,

স্বার্থ ও ছিল তোমার।

তবে জানিনা কি ঝড়ে উবে গেল সে সব হায়!

জানিয়াছ তুমি গোলাপের মত কাঁটা না থাকিলেও,

আমার বাধার অভাব নাই।

তোমার জানার সব কি সত্যি ছিল?

তাহার বিচার করিব না আমি।

বোধ করি তাহার সাধ্য আমার নেই,

ইহা পবিত্র,ভালবাসায় তার মীমাংসা।

তবে শুধু ক্রোধ নয় দূ:খ কে ও জয় করিয়া

তোমাকে ভালবাসিতে চায়।

হয়ত ভুল বললাম,

তোমার আমার ভালবাসায় আমার ক্রোধ আদৌ তুমি পাবেনা,

আর যা ছিলনা তা পাওয়ার সাধ্য তোমার নাই।

মোর এ সংসারে একদিন তোমায় ফিরতেই হবে,

ভয় নেই সেদিন ও সব আগের মতই পাবে,

তবে হারাবে মাঝখানে ফেলে যাওয়া দিনগুলো।

আফসোস হয়ত বাধা মানবেনা তোমার।

ফিরে পেতে চাইবে হারানো চাওয়া গুলো,

যা আর ধরা দেবেনা।

জানিনা আবার বিধাতার ইচ্ছায় কালের স্রোতে সব বিলীন ও হতে পারে।

তবে দেখেছো কি বিধাতার এই অবিচার?

আমার সম্মুখে তা আমি দেখিনাই,

তাই আজ ও ভালবাসি তোমায়.....!!!

বিষয়: সাহিত্য

১০৩৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258486
২৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
নোমান২৯ লিখেছেন : Time Out Time Out Time Out
পাঠকরা কোথায় ?
সুন্দর । সুন্দর । সুন্দর ।তিন সুন্দর !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File