অভিমানী বিধু

লিখেছেন লিখেছেন নওরীন তারান্নুম মিম ২১ আগস্ট, ২০১৪, ০৭:৩৩:৩৯ সকাল

পার করিয়া অহ্ন-সোপান,

বিদায় নিল দিন-তপন!

খুলিল ঘোমটা সন্ধ্যাদেবী,

জয় করিয়া অহ:-রবি!

অম্বরে উঁকি দিল তারাদল,

নক্ততমরে সুধায় চাঁদ তুই কোথা বল?

অমাবশ্যার তরে অভিমানী বিধু আজ,

লুকাইয়া অম্বরে সেজেছে মলিনসাজ!

মৃদু হাওয়ায় প্রাণের ছোঁয়ায়,

মনটানে মোর রাতের মায়ায়!

অমাবশ্যায় তারাভরা ঐ নীলাঙ্গনে,

উদাস তবু তোমায় বিনে!

লিখে চিঠি মোর কোমল হাতে,

চাই চন্দ্রিমার সঙ্গ নিতে!

ওহে,দিয়ে বিদায় অমাবশ্যার চুমি,

ফিরে এসো অভিমানী বিধু তুমি...!

বিষয়: সাহিত্য

১০৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File