বর্ষায় ঝাপসা পৃথিবী

লিখেছেন লিখেছেন নওরীন তারান্নুম মিম ২৪ জুলাই, ২০১৪, ০৬:৫৩:১২ সন্ধ্যা

জানালার বাইরে চোখ মেললেই আমি দেখছি এক ঝাপসা পৃথিবী।

অন্যদিনের মত প্রতিটি জিনিস একই জায়গায় থাকলেও বেশ ঝাপসা লাগছে, যেন আবছায়া জানালার কাচ। নাহ দেখতে আমার অসহ্য নয়,বেশ ভালই লাগছে। যেন এক পৃথিবীতে থেকে কাচের আবরনে ঢাকা অন্য আর এক পৃথিবী অবলোকন করছি। জানো সে আবরন কিসের? বর্ষনস্নাত হয়ে চারিদিকে যেন প্রাণবন্তের লহর খেলে যাচ্ছে। এ পৃথিবী ঝাপসা হলেও অন্ধকার নয়,এখানে জীবন আধারে মিলাবে না। বরং ফিরে পাবে এক নতুন জীবন। সজীব হয়ে উঠবে সকল প্রাণ। হাত বাড়িয়ে একবার ছুয়ে দেখ বৃষ্টির জল, হারিয়ে যাবে সুদুরে। টিপটাপ ছন্দে নৃত্যের তা থৈ তা থৈ নিয়ে বিভোর হওয়া আর অন্য পৃথিবী ভুলে যাওয়া তখন অনায়াসেই সাধন হবে। জানালা দিয়ে বৃষ্টি দেখছি,ইচ্ছে করছে বাইরে হাত বাড়িয়ে ওকে ছুয়ে দিই_____ব্লগার মিম

বিষয়: সাহিত্য

১০১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File