নিশাচরের অদেখা সকাল

লিখেছেন লিখেছেন নওরীন তারান্নুম মিম ২৪ জুলাই, ২০১৪, ০৫:০২:১১ সকাল

আজকের মিষ্টি সকালটাও দেখা হবেনা হয়ত,কারন অন্যদিনের মতই এখন ঘুমিয়ে পড়ব। তবে হ্যা সকাল না দেখলেও অমাবশ্যার মত অন্ধকার রাত জয় করে ভোরের সোপান পার করে কিভাবে সকাল হয় সেটা আমি প্রায় রোজই দেখি আর আজও দেখলাম। রীতিমত যেন রেজিষ্টার্ড নিশাচর হয়ে গেছি। সকালের মুখ দেখা থেকে বঞ্চিত হয়ে অংশ নিই দিবাস্বপ্নে। কি আছে এতে? নাহ যা আছে তা কল্যানের বলে গ্রহনযোগ্য নয়। তবুও,,,,,কেন যে এই অভ্যাসের একটা সার্টিফিকেটের ব্যবস্থায় ব্যস্ত তা নিজেও জানিনা। উফ! পাগল হবার আগেই এই কাতার থেকে নিজের নাম কাটাতে হবে। ফযরের নামায পড়ার পর যেন আমার রাতের শুরু না হয় সেদিকে সচেতন হতে হবে। নাহলে নিশাচর তো দুরের কথা দিবাচর বলে কিছু থাকলে সেটা হওয়ার যোগ্যতাও হারাতে হবে।____ব্লগার মিম

বিষয়: বিবিধ

১০১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File