দেশের উঁচু মানের রাজনীতিবিদ দের কাছ থেকে ভবিষ্যৎ প্রজন্ম কি শিখছে?
লিখেছেন লিখেছেন যুবাইর আহসান ২৩ জুলাই, ২০১৪, ১০:২৬:৪৩ সকাল
কি লিখব।এন্ড্রয়েড সেট বেশি লিখলেই স্লো হয়ে যায় লেখা।
যাই হোক শুরু করে দেই।
আসলে ছোট বেলাটা অনেক রঙিন ছিল।তখন বইয়ে পড়তাম
বঙ্গবন্ধু, জিয়া,ভাসানী,ওসমানী, সোহরাওয়ার্দী,কিংবা শেরে বাংলা সাহেবরা অনেক মহৎ।
কিন্তু বর্ত্তমান রাজনীতি এই বিশ্বাসের মাঝে একটি ফাটল ধরিয়ে দিয়েছে।তাহলে আমার প্রশ্ন হল এটাই কি বাংলাদেশের রাজনীতির অবদান?
যাই হোক আমার মুল কথায় যাওয়া প্রয়োজন।
আমি বর্তমান সময়ের ছেলে একাত্তর, ঊনসত্তর, একানব্বই কিছুই দেখি নি।
যা দেখছি তা নিয়ে লিখলেই শেষ হবে না।
যারা মুলত মেধাবী তারা রাজনীতি না করলেও সেটা নিয়ে ভাবে।যেহেতু বাংলাদেশের রাজনীতির মাঝেই ক্ষমতার বীজ তাই এটার দিকে অনেকেই আকৃষ্ট হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।
তবে রাজনীতি যেহেতু জণগনের কল্যাণের জন্য তাই এটার বিশেষ একটা দিক আছে,এবং তা সর্বজন বিদিত।
এই প্লাটফর্মে সৎ এবং উত্তম আদর্শের সংমিশ্রণ না ঘটলে
দেশের মানুষের জন্য তা হতাশার পুরষ্কার বয়ে আনে।
যা আমারা সবাই বাস্তবিক ভাবেই দেখি।
কিন্তু যখন কোন রাজনীতিক সিগারেট খায়,উগ্র বক্তৃতার
চোখ তুলে ফেলার হুমকি দেয় সবার সামনে,
যে এরাবিয়ান দেশে ভিসা পায় না সে হয় পররাষ্ট্র মন্ত্রি, আবার
কেউ যদি রেলের কালো বিড়াল ধরতে গিয়ে নিজেই হন কালো
বিড়াল,
কখোন যদি মানুষের ঠেলা ঠেলিতে দালান ধ্বসের মত অলিক মাতালের বক্তব্য ভেসে আসে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ
মন্ত্রির মুখ থেকে,
আবার যদি এই মাতালের বক্তব্যের মতই কোন মন্ত্রি বলে গাজায় হামলায় বিরোধী দলের সুত্রের কথা
কখোন যদি দেশের নেত্রীরা করে চুল ছেড়া ছেড়ি
বা গণতন্তের নামে চলে একনায়েকতন্ত্র
বা দেশে যদি চলে সরকারের পৃষ্ঠপোষণে নাস্তিক্যবাদ ও অশ্লীলতা র অবাধ বিচরণ
তাহলে আমার প্রশ্ন ঐ সমভাবনার মঞ্চের দিকে তাকিয়ে
আমার প্রশ্ন
দেশের উঁচু মানের রাজনীতিবিদ দের কাছ থেকে ভবিষ্যৎ প্রজন্ম কি শিখছে?আদও কি আশার আলো দেখবে বাংলাদেশ??
বিষয়: বিবিধ
১৩৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন