কত দিক ভাবব?

লিখেছেন লিখেছেন যুবাইর আহসান ২৩ জুলাই, ২০১৪, ০৪:৪৫:৪৭ রাত

আসলে বড়রা বলেন চিন্তাশীলতা মানুষকে মহৎ করে তোলে।

কিন্তু শুধু এই জন্যই যে চিন্তা ভাবনা করি ব্যাপারটা মোটেই সে রকম নয়। যেহেতু আমি মানুষ তাই মানবতা নিয়ে ভাবব,এটাই স্বাভাবিক। তাই ভাবি মানবতা নিয়ে।কিন্তু ভাবতে গেলে তো বেশিক্ষণ ভাবতে পারি না। হয়ত অনেকে ভাববেন কিছু করা কঠিন,কিন্তু চিন্তা ভাবনা তো সহজেই করা যেতে পারে।

কিন্তু আমি বলব ব্যাপারটা আমার জন্য কঠিন।আর এর কারণ দুটি।

১-এখনো অতটা চিন্তা ভাবনা করার সামর্থ্য তৈরি হয় নি।

২-কত দিক ভাবব

এখানে আমি ২নাম্বার কারণটা নিয়ে সামান্য কিছু লিখব।

প্রথম যে বিষয়টা আসে সেটা হল নিজেকে এবং নিজের ক্যারিয়ার নিয়ে ভাবা

এটা নিয়ে তেমন ভাবা বা চিন্তা করা হয় না।

কিন্তু পরিবার নিয়ে তো ভাবতেই হবে।

দায়িত্বটাকে এড়ানো যায় না। এর পর ক্রমানুসারে আসে সমাজ ও দেশ নিয়ে ভাবনা,তার পর বিশ্ব পরিস্থিতি।

কিন্তু আমি দেখি পরিবার নিয়ে চিন্তা করলে যে জটিলতা তৈরি হয় তার চূড়ান্ত রুপ দেখা যায় দেশ,জাতি আর মানবতা নিয়ে ভাবলে।

সত্যি খুব জটিল,যত বড় হচ্ছি তত বাস্তবতার মুখোমুখি হচ্ছি।

আর এটাও এক বাস্তবতা।

তাই মাঝে মাঝে মনে হয় আমি যেন হেরে যাচ্ছি।

এটা মনে হয় সবার ক্ষেত্রেই হয়।

যাই হোক সম্প্রতি দেশ মানবতার যে অবস্থাস্থা তাতে কিছু না ভাবলে নিজেক অপরাধী মনে হয়

অপর দিকে এই প্রতিযোগীতার যুগে ক্যারিয়ার। নিয়ে না ভাবলেও গুড়ে বালি,

তাই এক কঠিন। সমস্যার মাঝে আছি।

বিষয়: বিবিধ

১১০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File