'ক্লু-লেস' নাকি উদোর পিন্ডি বুদোর ঘাড়ে?
লিখেছেন লিখেছেন রাজিবুল হাসান ৩১ মার্চ, ২০১৫, ০১:৫৭:৩৫ রাত
'ক্লু-লেস' নাকি
উদোর পিন্ডি বুদোর ঘাড়ে?
-------
অভিজিত হত্যা কান্ডের কোন ক্লু পায়নি বলে জানিয়েছে তদন্তকারী পুলিশ।
আজ ওয়াশিকুরকে কুপিয়ে পালানোর সময় পথচারীদের সহায়তায় জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে দুজনকে আটক করে পুলিশ৷ জিকরুল্লাহ চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার ছাত্র আর আরিফুল ইসলাম মিরপুর দারুস সালাম এলাকার দারুল উলুম মাদ্রাসার ছাত্র৷ তারা বলছে, ব্লগ কি তা তারা বুঝেই না।
প্রস্ন হচ্ছে,তাহলে তারা কেন খুন করলো ওয়াশিকুরকে?
উত্তরে তারা যা জানিয়েছে তা হলো, একজন হুজুরের আদেশে তারা খুন করেছে ওয়াশিককে।হুজুর তাদেরকে বলেছেন যে, সে ইসলামের বিরোদ্ধে লেখে।
কে সেই হুজুর?
কেন উনার নাম -পরিচয় এখনো জানানো হচ্ছে না?
সংশয়ঃ ' ক্লু ' সহ ধরা পরার পরও এটা একটি 'ক্লু-লেস' কেইস হয়ে যাবে নাতো?
প্রতিটি খুনেরই সুষ্ঠ তদন্ত হওয়া উচিত বলে আমি করি।
তা না হলে যে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চলে যাওয়ার সম্ভবনা থাকে।
বিষয়: বিবিধ
১৩৭৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন