অভিনন্দন সাকিব ও মুমিনুলকে

লিখেছেন লিখেছেন রাজিবুল হাসান ০৬ নভেম্বর, ২০১৪, ০৬:২৪:৪০ সন্ধ্যা

অভিনন্দন সাকিব ও মুমিনুলকে

==================্

অভিনন্দন মুমিনুলকে,

১১ টেস্ট ম্যাচে ১০০০ রান পুর্ন করার জন্য।

সেই সাথে বাংলাদেশ থেকে এলিট ক্লাবে যোগ দিল মুমিনুল।

অভিনন্দন সাকিবকে,

সেঞ্চুরি ও ইনিংসে পাঁচ উইকেট একাধিকবার নেওয়ার কৃতিত্ব এর আগে ছিল মাত্র চারজনের। সোবার্স, মুশতাক, বোথাম ও ক্যালিসের। আজ এই সংক্ষিপ্ত তালিকায় ঢুকে পড়লেন সাকিব। এর আগে ২০১১ সালের ডিসেম্বরে মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১৪৪ রান করার পাশাপাশি ৮২ রানে ৬ উইকেটও নিয়েছিলেন। চলতি খুলনা টেস্টে ব্যাট হাতে ১৩৭ রান করা সাকিব বল হাতে ৮০ রানে নিলেন পাঁচ উইকেট।

১০ বা তার বেশিবার পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি কমপক্ষে তিনটি সেঞ্চুরি করা ইতিহাসের মাত্র অষ্টম ক্রিকেটার সাকিব। আগের সাতজন—রিচি বেনো, ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেব, ওয়াসিম আকরাম, ক্রিস কেয়ার্নস ও ড্যানিয়েল ভেট্টোরি। তবে এত ‘ভিড়ে’র মধ্যে সাকিব থাকতে চাইবেন না নিশ্চয়ই। তিনি এমন কিছু করতে চান, যেটা শুধু থাকবে তাঁর নামের পাশে। কে জানে, বোথামের রেকর্ডটাও তিনি নিজের করে চাইবেন কি না!

বিষয়: বিবিধ

১১৫৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281788
০৬ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
ফখরুল লিখেছেন : পিলাচ Rose Rose Rose
281828
০৬ নভেম্বর ২০১৪ রাত ০৯:৪৯
হতভাগা লিখেছেন : চমতকার কালেকশন আপনার ।

একই টেস্টে সেন্চুরী + ইনিংসে ৫ উইকেট সবচেয়ে বেশী বার নিয়েছেন ইয়ান বোথাম , ৪ বার ।

সাকিবই যে বর্তমান সময়ের সেরা অলরাউন্ডার এটা আবারও প্রমান হয়ে গেল । আগের টেস্টেও তো সে এক ইনিংসে ৬ উইকেট নিয়েছিল । ওর সেরা বোলিং ছিল এক ইনিংসে ৭ উইকেট নেওয়া , সম্ভবত দেশে - সাউথ আফ্রিকার বিপক্ষে ।

বলতে পারেন, সাকিবের এই কীর্তির মত কীর্তি বাংলাদেশের আর কোন খেলোয়ারের আছে ?
০৭ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১০
225543
রাজিবুল হাসান লিখেছেন : ধন্যবাদ আপনাক।
281837
০৬ নভেম্বর ২০১৪ রাত ১০:১৮
মামুন লিখেছেন : অভিনন্দন সাকিব ও মুমিনুলকে।
অভিনন্দন সাকিবকেও।
ধন্যবাদ আপনাকে এমন পোষ্ট উপহার দেবার জন্য। Bee Bee
০৭ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১০
225544
রাজিবুল হাসান লিখেছেন : ধন্যবাদ আপনাকে
282024
০৭ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১১
রাজিবুল হাসান লিখেছেন : অনন্য কৃতিত্বে ইমরান, বোথামের পাশে সাকিব

খুলনা টেস্টে শতকের পর ১০ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান, গত তিন দশকে এই কৃতিত্ব দেখাতে পারেনি বিশ্বের কোনো ক্রিকেটার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File