'পাপ কেবল পাপকেই বৃদ্ধি দেয়'
লিখেছেন লিখেছেন রাজিবুল হাসান ২৮ অক্টোবর, ২০১৪, ১২:০২:০৮ দুপুর
'পাপ কেবল পাপকেই বৃদ্ধি দেয়'
==================
স্বাধীনতার ৪৩ বছর পরেও পান থেকে চুন খসলেই A মিয়া গলা টিপে ধরে B মিয়ার।
একই অবস্থা B মিয়ার ক্ষেত্রেও।
এতে করে যে আমরা শুধুই পাপের চাষ করে যাচ্ছি তাও কি আমরা বুঝতে পারছিনা?
নাকি জেনেশুনেই করেছি এই বিষ পান!
এক সাগর রক্ত দিয়ে যারা স্বাধীনতা এনে দিয়েছিল তারা কি এই জন্যেই জীবন দিয়েছিল সেদিন?
এই রক্তের কি কোন দাম নেই?
অবাক হই তখন যখন দেখি যারা স্বাধীনতার চেতনার কথা বলে তারাই যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছিল অথবা জীবন বাজী রেখেছিল, তাদেরকেও অপমান করে কথা বলে!
সবকিছুর পরেও আমি আশাবাদী, একটু একটু করে আমরা এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসবোই একদিন।
বিষয়: বিবিধ
১০৯৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগল লেখনী, অনেক ধন্যবাদ.....
টাইপে ভূল হয়েছে। 'নজায়'এর স্হলে 'বজায়' পড়তে হবে।
মন্তব্য করতে লগইন করুন