কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, বাংলাদেশী কেউই নই
লিখেছেন লিখেছেন রাজিবুল হাসান ২৪ অক্টোবর, ২০১৪, ১০:১৫:৫৯ সকাল
কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, বাংলাদেশী কেউই নই
=================================
কেউ আওয়ামী লীগ
কেউ বিএনপি,
বাংলাদেশী কেউই নই।
রাজতন্ত্র কায়েমে অতি উত্তম বিভাজন।
গণতন্ত্র গনতন্ত্র বলে গলা দিয়ে রক্ত বের করে রাজতন্ত্র কায়েমের এই অভিনব পন্থা পৃথিবীর আর কোথাও আছে বলে আমার জানা নেই।
বিভাজনটি এত সুন্দর ভাবে করা হয়েছে যে,আমরা ভূলেই গেছি 'আমরা বাংলাদেশী'।
যে জাতি নিজেকেই ভূলে যায় তারা দাসত্বের শিকলে আটকা পরে কোন না কোন ভাবে। ইতিহাস ত তাই বলে।
আমরা যারা আওয়ামী লীগার তারা আওয়ামী নেতাদের ভুলকে সহী মনে করছি। একই অবস্হা বিএনপির লোকেদের ক্ষেত্রও। আমাদের এহেন চিন্তাভাবনায় কখনো কখনো বিকলাঙ্গদেরকেও নেতা ত মানছিই সেই সাথে তাদের ত্রুটি গুলোকেও সহীরুপ দিতে জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছি।
একটা কথা না বললেই নয়, যতদিন পর্যন্ত না আমরা আমাদেরকে বাংলাদেশী হিসেবে প্রস্তুত করতে পারব ততদিন পর্যন্ত আমাদেরকে রাজতন্ত্রের গোলাম হয়েই থাকতে হবে। রাজার বদল হবে তাতে আমাদের ভাগ্যের কোনরুপ হেরফের হবেনা। কারন আমরা বাংলাদেশী হওয়ার আগেই কোন না কোন রাজার সন্াদেরকে রাজা বানানোর সপ্ন দেখতে শুরু করি।
বিষয়: বিবিধ
১০৮৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন