Say no to Yaba: বদি, ইয়াবা, যুবসমাজ ও সরকার্

লিখেছেন লিখেছেন রাজিবুল হাসান ১৮ অক্টোবর, ২০১৪, ০৪:০৫:০৫ বিকাল

Say no to Yaba:

বদি, ইয়াবা, যুবসমাজ ও সরকার্

====================

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুত্র অনুযায়ী

২০০৯ সালে পাচারের সময় যব্দ হয় ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা।

২০১০ সালে ৮ লাখ ১৩ হাজার

২০১১ সালে ১০ লাখ ৭৬ হাজার

২০১২ সালে ২১ লাখ ৩৪ হাজার

২০১৩ সালে ২৮ লাখ ২১ হাজার্।

কেন বেড়ে যাচ্ছে পরিসংখ্যানটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি কখনো ভেবে দেখেছে?

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভাবুক কিংবা নাই ভাবুক উত্তর কিন্তু সবাই জানে। চাহিদা বাড়ার সাথে সাথে এর আমদানি বেড়ে গেছে।

প্রস্ন হলো এতো বছর ধরে ইয়াবার এই আমদানী সরকারের নাকের ঢগার সামনে দিয়ে কিভাবে বেড়ে গেল?

বর্তমান সরকার ইয়াবা প্রতিরোধ করতে টেকনাফ জুড়ে চিরুনি অভিযান চালিয়েছে। তাতে কাজের কাজ কি হয়েছে?

সরকারের একজন এমপিকে অবৈধ সম্পদের মামলায় দুদক জেলে পাঠিয়েছে যাকে সবাই জানে ইয়াবা গডফাদার হিসেবে। সরকার কি বাংলাদেশের যুবসমাজকে পুংগ করে দেওয়া এই বদিকে শেষ পর্যন্ত কোন সাজা দিবে?

হয়তবা দিবেন না। কারন কিছুদিন আগে বদির স্ত্রী ইয়াবা সহ ধরা পরার এক ঘন্টার ব্যাবধানে সেই একই পুলিশ এবং সাংবাদিকরা বলেছে তার স্ত্রীর কাছে ইয়াবা ছিল না। তাহলে কি একজন এম্পির স্ত্রীকে পুলিশ ও সাংবাদিক অযথাই হয়রানি করেছে?

উত্তর : না।

তাহলে ঘটনা কি?

ঘটনার কিছুটা আচ পাওয়া যায় যমুনা টিভির ৩৬০ ডিগ্রীতে।

অথবা বলা যায়, ইয়াবার চালান করতে যে গডফাদার হাজার হাজার কোটি টাকা লেনদেন করে তার পক্ষে মিডিয়া সহ আমদের পুত পবিত্র নেতাদেরকে অতি সহজেই ম্যানেজ করাটা কি খুবই কঠিন একটি কাজ!

তবে মিডিয়ার কিছু কিছু সাহসী সাংবাদিকদের সাহসী পদক্ষেপের কারনে বদিকে এইরকম অবস্থায় পরতে হয়েছে বলে সেই সব সাংবাদিকদেরকে ধন্যবাদ দেই।

কথা হচ্ছে মিডিয়ার চাপে সরকার যে আজ বদিকে আটক করেছে, তাকে কি শেষ পর্যন্ত কোন সাজা দিবে এই সরকার? নাকি দুদুক যেভাবে অন্যদেরকে ধরে এনে ক্লিন সার্টিফিকেট দিয়ে ছেড়ে দিয়েছে বদির ক্ষেত্রেও তাই ঘটবে?

এরকম হওয়াটাই সাভাবিক, কেননা ইয়াবার কল্যানে বদি অন্যদের তুলনায় বেশী লেনদেন করার ক্ষমতা রাখে। যা সে দেখিয়েছিল তার স্ত্রী যখন ইয়াবা সহ ধরা পরেছিল তখন।

আর সরকার যদি এইসবের উর্ধ্বে গিয়ে দেশের যুব সম্প্রদায়ের কথা মাথায় রেখে তাকে কোনরূপ ছাড় না দেয় তাহলে শুধু আমি কেন আমার মতো কোটি কোটি মানুষ যারা দেশের যুবসমাজ ও দেশ নিয়ে ভাবে তাদের মন জয় করে নিবে অতি সহজেই।

বিষয়: বিবিধ

১২১৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275704
১৮ অক্টোবর ২০১৪ রাত ০৮:০৪
শেখের পোলা লিখেছেন : উচ্ছন্ন চেতনাই এর জন্য দায়ী যা তাদের প্রধান চেতনা৷
১৯ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩৭
219896
রাজিবুল হাসান লিখেছেন : সহমত
275706
১৮ অক্টোবর ২০১৪ রাত ০৮:০৯
বুড়া মিয়া লিখেছেন : দেশের অন্যান্যরা এগিয়ে গেলে সমস্যা অনেক, হাবাগোবা-ছ্যাচড়াদের মানবে না এগিয়ে গেলে! তাই যে কোনভাবেই হোক ধ্বংস করতেই হবে, তাছাড়া এসব দিয়ে ধ্বংস করলে দুই পয়সা ইনকামও হয় এবং নিজেদের দোষ ঢেকে এসব যুব সমাজের দোষই দেয়া যায় নষ্ট সমাজ হিসেবে!
১৮ অক্টোবর ২০১৪ রাত ০৯:০৮
219602
রাজিবুল হাসান লিখেছেন : আসল জায়গা ধরেছেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File