খবর: বাংলাদেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কা ভারতের
লিখেছেন লিখেছেন রাজিবুল হাসান ২৫ সেপ্টেম্বর, ২০১৪, ১১:২৬:০৫ রাত
বাংলাদেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কা ভারতের// মোদি সরকার শুধু আওয়ামী লীগ সরকারকে সমর্থনই দেয়নি অন্যান্য দেশগুলোকেও বলবে সমর্থন করতে//
======================
ভারতীয় দৈনিক দা ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়,
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ‘চরমপন্থী অংশ’ শেখ হাসিনাকে উৎখাতের ষড়যন্ত্র করছে বলে খবর রয়েছে ভারতের নিরাপত্তা সংস্থার হাতে।একাজে মদত যোগাচ্ছে চরমপন্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী’ এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই।
খবরটি শুনে একটু বিচলিত হয়েছি বৈকি।
কয়েক দিন আগে মাওলানা সাইদী সাহেবের রায়ের পর জামাতের সাথে আওমীলীগের আতাতের যে কথা উঠেছিল এবং জামাতের হঠাৎ সংঘাত বিহীন দুইদিনের হরতাল আর সরকারের নিজের হাতে গড়া গণজাগরণ মঞ্চের এহেন হালের পর কিভাবে কথা উঠতে পারে জামাত সেনা অভ্যুত্থানের পিছনে আছে? নাকি জামাত যে সরকারের সাথে নেই তা বুঝাতে এটা বলা হলো?
নাকি বিডিআর হত্যাকাণ্ডের পর থেকে বিভিন্ন কারনে জনগণ যখন সেনাবাহিনীর অস্তিত্ব ভুলে যেতে বসেছিল তাদেরকে জানিয়ে দেওয়া হলো না সেনাবাহিনী কিন্তু এখনো আছে।
এসব কিছুই নয়, আসল ঘটনা কি তা কিন্তু প্রদিবেদনটিতে বলে দেওয়া হয়েছে অত্যান্ত সুন্দর ভাবে।
প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরকালে, যা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে, ওবামা প্রশাসনের কাছে বাংলাদেশের ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোর’ হুমকি মোকাবিলার কৌশলের বিষয়টি উত্থাপন করা হবে। এ সময় আওয়ামী লীগ সরকারের জন্য প্রয়োজনীয় সমর্থনও চাওয়া হবে।
যার সারমর্ম হচ্ছে, মোদি সরকার শুধু আওয়ামী লীগ সরকারকে সমর্থনই দেয়নি অন্যান্য দেশগুলোকেও বলবে সমর্থন করার জন্য।
বিষয়: বিবিধ
৯৬১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন