সত্যিই যদি আমি দেবী হই?
লিখেছেন লিখেছেন রাজিবুল হাসান ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:০৪:৪৯ সকাল
সত্যিই যদি আমি দেবী হই?
============
রাতদুপুরে হঠাৎ শশুরমশাই ছোট বৌমার ঘুম ভাংগিয়ে প্রনাম করলো। ঘটনা হচ্ছে স্বপ্নে শশুর মশাই ছোট বউকে দেবী রুপে দেখেছেন। তাই মাঝরাতে এই তামধাম।
এখানেই শেষ নয়। সকাল বেলা পুরোহিত ডেকে শুরু হলো পুজা আর্চনা। গ্রামের সবাই এসে জমা হয়েছে তাদের বাড়ীর উঠানে। ছোট বউ ঢুলুঢুলু চোখে দেখছে আর অবাক হচ্ছে। এলাকায় ছড়ে গেছে ছোট বৌমার দেবী হয়ে যাওয়ার ঘটনাটি।বদ্যি বলে দিয়েছ, এরোগ সারবার নয়।সেই রোগীও সুস্হ হয়ে উঠলো বউমা উরফে দেবীমার চরনামৃত খেয়ে। সবাই লুটিয়ে পরে প্রনাম করতে লাগল দেবীমাকে।
স্বামীটি খবর পেয়ে এলো বউকে উদ্ধার করতে। ঠিক হলো রাতে তারা পালিয়ে যাবে। কথা অনুযায়ী স্বামীর হাত ধরে পালাল ছোটবউ। নদীর পারে গিয়ে থমকে দাড়াল ছোটবউ। স্বামীকে জিজ্ঞেস করলো, আমি যে পালিয়ে যাব সত্যিই যদি আমি দেবী হই?
মোরাল অব দিস স্টোরি, কাউকে আমরা সবাই মিলে যদি দেবীর আসনে বসাই একসময় দেখা যায় সে নিজেকে সত্যি সত্যি দেবী বলে ভাবতে শূরু করে।
আমরা আমাদের নেতাদেরকে সবাই মিলে দেবী কিংবা দেবতার আসনে বসিয়ে রাখাতে এখন তাদের কাছে মনে হচ্ছে যে তারা সত্যিই দেব দেবী হয়ে গেছে। এখন তাদের হাতে সাত খুন হওয়ার পর ভাবেন, এ হয়েছে ভগবানের ইচ্ছায়। তিনারা পুত পবিত্র দেব দেবী বিশেষ।
#Historical_Fact 16
#ইতিহাসকথাবলে ১৬
https://www.facebook.com/rajibulhasansumit
বিষয়: বিবিধ
১০৯৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওরা কিন্তু রক্ত গিলতে ভালবাসে
এই নেতাদের আমরা দেবতা বানিয়ে ফেলেছি।
মন্তব্য করতে লগইন করুন