ইতিহাস ভাজা খাইতে মজা

লিখেছেন লিখেছেন রাজিবুল হাসান ০৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:০২:০৫ বিকাল

ইতিহাস ভাজা খাইতে মজা

===============

২য় বিশ্ব যুদ্ধ চলাকালীন সময়ের একটি ঘটনা।

গ্রামের বয়স্ক লোকেরা পন্ডিত মশাই সহ বসেছে গ্রামের মাতাব্বরের বাড়ির উঠানে। সবার হাতেই হুক্কা আছে।

আলোচনার বিষয়: বিশ্ব যুদ্ধ

সবচেয়ে বয়স্ক লোকটি হুক্কায় টান দিয়ে বললো, জার্মানেরা নাকি কি একটা পুর নিয়ে নিছে।

পন্ডিতমশাই হুক্কায় টান দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। টান না দিয়ে হালকা কাশি দিয়ে বলল, পুর না সিংগাপুর্। জার্মানিরা না জাপানীরা নিছে।

দর্শকের (তাদের কারো হাতেই হুক্কা ছিল না)আসনে বসা একজন জিজ্ঞেস করলো, এই সিংগাপুর কোন জেলা হতে পারে পন্ডিত মশাই?

পন্ডিত মশাই একটু দম নিয়ে বললেন, মোদেনীপুর জেলায় পড়েছে এই সিংগাপুর্।

পন্ডিত মশাইয়ের জ্ঞানে মুগ্ধ হয়ে গ্রামবাসী কিছুক্ষণের জন্য ভুলে গেল যুদ্ধের কারনে সৃস্টি হওয়া দুর্ভিক্ষকেও।

এখন অবশ্য অবস্থার পরিবর্তন হয়েছে।

এখনকার পন্ডিতমশাইরা পুরা মবিলে ভেজে বিক্রি করছে 'ইতিহাস ভাজা'

এর যে স্বাদ মুখে লেগে থাকে!

লাইন দিয়ে টাকা খরচ করে কিনে মুখে দিয়ে সবাই বলছে. বাহ! কি স্বাদ, ভুলাই যায়না!

তবে সেই স্বাদে আমরা ভুলে যাই বর্তমান সময়ের দুরাবস্থার কথা।

খাই আর সবাই ছড়া কাটি.

ইতিহাস ভাজা

খাইতে মজা

না খাইলে

তুই দেশের বোঝা।

* মুল ভাবনাটি অশনিসংকেত থেকে নেওয়া।

https://www.facebook.com/hashtag/historical_fact

#ইতিহাসকথাবলে ১০

বিষয়: বিবিধ

১১৭৭ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

262415
০৬ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০১
নূর আল আমিন লিখেছেন : আমরা সব ভুলে যাই
০৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৫৭
206327
রাজিবুল হাসান লিখেছেন : ওরা যে যাদু জানে।
262453
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:১৫
কাজি সাকিব লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ
০৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৫৮
206328
রাজিবুল হাসান লিখেছেন : পিলাচ
পিলাচ
পিলাচ
পিলাচDon't Tell Anyone Don't Tell Anyone
262483
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইতিহাস নাকি ইতি হাঁস।
মানে একটি হাঁসের জিবনের ইতি হলো!!!!!
০৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:০৪
206329
রাজিবুল হাসান লিখেছেন : আমারও তাই মনে হচ্ছে। তবে আপনি আর আমি যতদিন হাস বলে মজা করব ততদিন পর্যন্ত মহাশয়েরা আমাদেরকে হাস বানিয়েই রাখবে। আপনি ভাবছেন হাস বলে আপনি খুব মজা পাচ্ছেন? আসল ঘটনা হচ্ছে এরা পরিকল্পিতভাবে আমাদেরকে হাস হয়ে যাচ্ছি।
০৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:০৪
206330
রাজিবুল হাসান লিখেছেন : আমারও তাই মনে হচ্ছে। তবে আপনি আর আমি যতদিন হাস বলে মজা করব ততদিন পর্যন্ত মহাশয়েরা আমাদেরকে হাস বানিয়েই রাখবে। আপনি ভাবছেন হাস বলে আপনি খুব মজা পাচ্ছেন? আসল ঘটনা হচ্ছে এরা পরিকল্পিতভাবে আমাদেরকে হাস হয়ে যাচ্ছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File