বিএসএফ বিজিবিকে প্রশিক্ষন দিবে,ভাল কথা। আলোচনার বিষয় ছিল, ফেলানির মতো মৃত্যু যেন আর কারো না হয়।// তার কি হলো?

লিখেছেন লিখেছেন রাজিবুল হাসান ২৭ আগস্ট, ২০১৪, ১২:২৫:৫৬ রাত

বিএসএফ বিজিবিকে প্রশিক্ষন দিবে,ভাল কথা।

আলোচনার বিষয় ছিল, ফেলানির মতো মৃত্যু যেন আর কারো না হয়।//

তার কি হলো?

--------------------------------

বিএসএফ বিজিবি বৈঠকে ফালানি সহ আরো অনেকের অপমৃত্য ইস্যু ু নিয়ে আলোচনা করার কথা ছিল। বিবিসি সহ অন্যান্য আন্তর্জাতিক মিডিয়া গুলি অন্তত তারই ইংগিত দিয়েছিল।

মিটিং শেষে শুনা গেল বিএসএফ বাংলাদেশের বিজিবিকে প্রশিক্ষণ দিবে।

ভাল কথা।

কিন্তু ফেলানি ইস্যুর কি হলো?

কিংবা তার মতো আরো অনেকেই যারা বিএসএফের হাতে প্রাণ দিয়েছে. ভবিষ্যতে আরো দিবে -

সেই ইস্যুটির কি হলো?

মানলাম নতজানু সরকার ভারতের বিপক্ষে যাবেনা কিন্তু আপোষ হীন নেত্রীই বা কেন এই প্রস্ন উঠাচ্ছেনা?

এরা সবাই কি তাহলে এক গোয়ালের গরু?

কেউ কেউ প্রশিক্ষণ নিয়ে প্রস্ন তুলছে বটে, আসল সমস্যা ফেলানি জাতীয় অপমৃত্যুর বিষয়টা তারাও তুলছে না কেন, এই ব্যাপারটা আমার বোধগম্য হচ্ছে না।

বিষয়: বিবিধ

৯৮৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258609
২৭ আগস্ট ২০১৪ রাত ০১:৫৭
আবু সাইফ লিখেছেন : বাংলাদেশ এখন ভারত সরকারের করদরাজ্য! প্রয়োজনের তাগিদেই এখানকার যেকোন বাহিনীকে তারা প্রশিক্ষণ দিয়ে তাদের মনমত করে গড়বে- এটাই স্বাভাবিক!

যেমন সেনাকর্মকর্তাদের ভারতে গিয়ে ছয়-মাসের প্রশিক্ষণ বাধ্যতামূলক হয়ে আছে, সেখানেই বাছাই হয়ে যায় কারা তাওহীদবাদী আর কারা ভোগবাদী!
২৯ আগস্ট ২০১৪ সকাল ১১:৩৩
203244
রাজিবুল হাসান লিখেছেন : একমত আপনার সাথে
258731
২৭ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫৯
আহ জীবন লিখেছেন : হ্যাঁ ভাই এক গোয়ালের গরু। দেখেন-
বাংলাদেশ আওয়ামী লীগ- (BAL) ইংলিশে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- (BNP)ইংলিশে।

BNP কে অনায়াসে বলা যায়- বালের ন্যাশনাল পার্টি।
২৯ আগস্ট ২০১৪ সকাল ১১:৩৪
203245
রাজিবুল হাসান লিখেছেন : যতার্থই বলেছেন।ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File