ইতিহাসের মোজাম্মেলরা কিন্তু হারিয়ে যায়নি বরংচ এখন আরো ভয়াংকর হয়ে উঠেছে, নেই শুধু মেজর নাসেরের মতো অফিসারেরা

লিখেছেন লিখেছেন রাজিবুল হাসান ২১ আগস্ট, ২০১৪, ০২:১৮:৫৯ রাত

#Historical_Fact -03

ইতিহাসের মোজাম্মেলরা কিন্তু হারিয়ে যায়নি বরংচ এখন আরো ভয়াংকর হয়ে উঠেছে, নেই শুধু মেজর নাসেরের মতো অফিসারেরা

--------------------------------

এক নবদম্পতি গাড়িতে করে যাচ্ছিল। দুর্ধর্ষ সন্ত্রাসী মোজাম্মেল তার দলবল সহ গাড়ি আটক করে ড্রাইভার আর তরুনীর সামীকে হত্যা করে। সবাই মিলে তরুনীকে ধর্ষণ করে। যার রক্তাক্ত মৃতদেহ তিনদিন পর পাওয়া যায় টংগী ব্রীজের নীচে।

মেজর নাসেরের হাতে মোজাম্মেল ধরা পড়ার পর তাকে তিন লাখ টাকার অফার করে বলে, ছেড়ে দিন আমাকে। এই তুচ্ছ ঘটনা সরকারি পর্যায়ে নিবেন না। সয়ং বংগবন্ধুর আদেশে মুক্তি পেয়ে যাব। শুধু আপনিই পরবেন বিপদে।

মেজর নাসির আবাক হয়ে বলল, এটা তুচ্ছ বিষয়?তিন লাখ টাকা আমি তুমার গুহ্যদ্বারে ডুকিয়ে দিব।তারপর ফাসি।

মোজাম্মেল বলল, দেখা যাক।

মোজাম্মেল ছাড়া পেয়ে মেজর নাসেরকে তার বাসায় পাকা কাঠাল খাওয়ার নিমন্ত্রণ করেছিল।

কিভাবে ছাড়া পেয়েছিল তার মোটামুটি একটা বর্ননা হুমায়ূন আহমেদের দেয়ালে তিনি দিয়েছেন।

ইতিহাসের মোজাম্মেলরা কিন্তু হারিয়ে যায়নি বরংচ এখন আরো ভয়াংকর হয়ে উঠেছে। নেই শুধু মেজর নাসেরের মতো অফিসারেরা যারা মোজাম্মেলদের টাকার অফারের বিপরীতে জবাব দিবে টাকা তুমার গুহ্যদ্বার দিয়ে ঢুকিয়ে দিব।

সুত্র: Bangladesh Legacy of Blood, Anthony Mascarenhaas.

বিষয়: বিবিধ

১২২৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

256575
২১ আগস্ট ২০১৪ রাত ০৪:১৫
বুড়া মিয়া লিখেছেন : মানুষের চরিত্র সম্পর্কে শিক্ষনীয় বিষয় সত্য ঘটনা দিয়ে বোঝানোয় ধন্যবাদ।
২১ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৬
200392
রাজিবুল হাসান লিখেছেন : চেস্টা করেছি মাত্র। মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File