তোবায় শ্রমিকদের আন্দোলন নিয়ে বিভক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন, অসহায় হয়ে পড়ছে সাধারণ শ্রমিকরা..

লিখেছেন লিখেছেন রাজিবুল হাসান ০৮ আগস্ট, ২০১৪, ০১:৫৪:৩২ দুপুর

তোবায় শ্রমিকদের আন্দোলন নিয়ে বিভক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন, অসহায় হয়ে পড়ছে সাধারণ শ্রমিকরা.

-----------------------------------------------

তুবা গার্মেন্টসের বেতন ভাতাকে নিয়ে তৈরি পরিস্থিতিতে শ্রমিক সংগঠন গুলির মাঝে তৈরি হয়েছে তীব্র মতপার্থক্য, তারা একে অপরকে দোষারোপ করে যাচ্ছে এই পরিস্থিতির জন্য।

প্রস্ন হলো, গার্মেন্টস খাতে রয়েছে অসংখ্য শ্রমিক সংগঠন, এরা কখোনোই কি শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে পেরেছিল?

উত্তরটি আমরা কমবেশী সকলেই জানি।

শ্রমিকের অধিকার আদায়ের ক্ষেত্রে বিভক্ত কিংবা একত্রিত হয়ে শ্রমিক সংগঠন গুলো এই পর্যন্ত যে কাজটি সুন্দর ভাবে করতে পেরেছে তা হচ্ছে, মালিক পক্ষের সার্থটি অতি যত্ন সহকারে রক্ষা করা।

দুক্ষের বিষয় যেখানেই গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ দেখা দিয়েছে সেখানেই অসংখ্য শ্রমিক সংগঠন গুলিকে দেখা গেছে। তারপর একটা সময় তারা উধাও হয়ে যাওয়ার শ্রমিকরা আবারো হয়ে পরেছে অসহায়। বলা বাহুল্য বেশীর ভাগ ক্ষেত্রে শুধুমাত্র এই কারনেই গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন গুলি ব্যার্থতায় রুপ নিয়েছে।

বিবিসি এই ব্যাপারে একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে, বাংলাদেশে তৈরি পোশাক খাতে শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে কতগুলো সংগঠন তার সুনির্দিষ্ট কোন হিসেব নেই। তবে শুধুমাত্র রেজিস্ট্রেশনধারী সংগঠনের সংখ্যা ৫০টিরও বেশি। যেসব সংগঠন গার্মেন্টস শ্রমিকদের নিয়ে কাজ করে তাদের অনেকেই এই খাতের সাথে জড়িত নয়।

যেসব সংগঠন এই খাতের সাথে যুক্ত নয় তারা কি করে বুঝবে এই খাতের সাথে যুক্ত শ্রমিকদের দুক্ষ-দুর্দশা গুলি।



গার্মেন্টস শ্রমিক নেতা মোশরেফা মিশুকে বৃহস্পতিবার কয়েক ঘন্টার জন্য আটক করে পুলিশ

রাজিবুল হাসান

বিষয়: বিবিধ

১০০০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

252261
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩৮
শিশির ভেজা ভোর লিখেছেন : পুলিশের প্যাদানি খাইলে সবই সোজা। Time Out Time Out
০৮ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১২
196412
রাজিবুল হাসান লিখেছেন : াই এরা প্যদানী খাইলেও আসল ধান্ধা ঠিকই করে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File