পদ্মায় ডুবে যাওয়া পিনাক ছয়ের উদ্ধার কার্যে শম্বুক গতির জন্য লজ্জিত নন মন্ত্রীমহোদয়..

লিখেছেন লিখেছেন রাজিবুল হাসান ০৭ আগস্ট, ২০১৪, ১০:৪১:১৭ সকাল

পদ্মায় ডুবে যাওয়া পিনাক ছয়ের উদ্ধার কার্যে শম্বুক গতির জন্য লজ্জিত নন মন্ত্রীমহোদয়..

---------------------------------------

পিনাক ৬ শরিয়তপুর থেকে দুইশতাধিক যাত্রী নিয়ে মুন্সিগঞ্জ যাওয়ার সময় দেখতে দেখতে তলিয়ে যায় উত্তাল পদ্মায় । এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি লঞ্চটি। এখন পর্যন্ত এখানে সেখানে ভেসে উঠেছে ২১ টি লাশ।

নৌপরিবহনমন্ত্রী আশংকা করছেন, নিখোঁজ যাত্রীদের কেউ আর বেচে নেই।

"এই ঘটনার জন্য মন্ত্রী মহোদয়ের পদত্যাগ করার সম্ভাবনা আছে কিনা ?" মন্ত্রী সাহেবকে সাংবাদিকদের করা এই প্রস্নের জবাবে জানালেন "কেন পদত্যাগ করব? আমাদের এই আমলের চেয়েও বেশী লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে বিএনপর আমলে।"

উত্তরটি যে খুবই স্মার্ট তা বলার অপেক্ষা রাখেনা।

কিন্ত তিনাদের একে অপরকে স্মার্টলি ঘায়েল করাতে কি লঞ্চ ডুবিতে জনগণের মৃত্যু থেমে থাকছে?

উদ্দার কাজে এখনো ব্যাবহ্রত হচ্ছে মান্ধাতা আমলের পদ্ধতি। সারা দেশ যখন ডিজিটালাইজড হয়ে গেছে বলা হচ্ছে, সেখানে উদ্ধার কার্য কেন ডিজিটালাইজড হচ্ছে না?

সরকার যেখানে সাধারণ মানুষের সাভাবিক জীবন কিংবা মৃত্যুর গ্যারান্টি দিতে পারছে না সেখানে মারা যাওয়ার পর তাদের লাশ যাতে উদ্ধার করে সেই গ্যারান্টি টুকু সরকারের অন্তত দেওয়া উচিত।



]

বিষয়: বিবিধ

৯৯৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

251861
০৭ আগস্ট ২০১৪ সকাল ১১:৫৫
ভোলার পোলা লিখেছেন : কিছুই বলার ভাষা নাই ......
০৭ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪৬
196053
রাজিবুল হাসান লিখেছেন : সত্যিই,আমাদের এখন একসুরে একটি গান গান গাওয়া উচিত - আমার বলার কিছু ছিলনা.
251891
০৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:১৪
ভোলার পোলা লিখেছেন : শুরু করুনঃ আমি আসছি
০৭ আগস্ট ২০১৪ রাত ০৮:১৬
196181
রাজিবুল হাসান লিখেছেন : ধন্যবাদRolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File