৫ই জানুয়ারিতে নির্বাচিত সরকার কেন বলছে আগামী পাচ বছর ক্ষমতায় থাকবে?
লিখেছেন লিখেছেন রাজিবুল হাসান ০৫ আগস্ট, ২০১৪, ০২:৫০:৪৫ দুপুর
৫ই জানুয়ারিতে নির্বাচিত সরকার কেন বলছে আগামী পাচ বছর ক্ষমতায় থাকবে?
………………….
কারণ হচ্ছে. বর্তমানের সংসদে গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টি থেকে মাঠের বিরোধী দল বিএনপির দুর্বলতা।
বিএনপির হাই কমান্ড জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুতি হওয়াও এর একটি কারন।
বিএনপির হাই কমান্ড বলতে আমরা বুঝি খালেদা জিয়া কিংবা তারেক জিয়া।
চলুন একবার দেখে নেই এই হাই কমান্ডের কর্মকাণ্ড..
তারা কি করেছে?
তারা পদে পদে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা নেতাদেরকে বিএনপির নেতা নামের টুপিটি খালেদা জিয়া কিংবা তারেক জিয়া সযত্নে পরিয়ে দিয়েছে।
চলুন ফিরে দেখা যাক লন্ডনে তারেক জিয়ার ভুমিকা..
যেদিন লন্ডনে তারেক জিয়া বলেছিল সবার অনুপস্থিতিতে আমি কোন বক্তব্য রাখবো না। সেদিন আওয়ামী সরকার বাধ্য হয়েছিল তার পুরোনো মামলা নিয়ে আলোচনা করতে। তার মানে আওয়ামী সরকার তার সঠিক পদক্ষেপে ভীত হয়ে পরেছিল।
মালয়েশিয়াতে তারেক জিয়ার ভুমিকা নিয়ে কেন বিচলিত হয়নি আওয়ামী সরকার?
উত্তর জানতে আপনাদের জন্য উপস্থাপন করছি নীচের অংশটুকু:
মালয়েশিয়াতে তারেক জিয়া যখন শেখ হাসিনাকে রিমান্ডে নিতে বলেছিল তখন কেন আওয়ামী সরকার বিচলিত হয়নি?
কারন হচ্ছে, মালয়েশিয়াতে তারেক জিয়া নিজেই আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করে গেছেন। তার সাথে তুলা ছবির বিএনপির নেতারা এখন সেই ছবি বিক্রি করা ছাড়া সরকার বিরোধী আন্দোলনে আর কি কোন ভুমিকা পালন করছেন?
যে জায়গাটাতেই ৫ই জানুয়ারির সরকার সন্তুষ্ট বিএনপির সকল নেতৃবৃন্দের উপর্।
প্রস্ন উঠে তারেক জিয়াও কি সরকারকে সন্তুষ্ট করতে ব্যাস্ত?
যদিও তিনি তা করছে না ,কিন্তু বিধিবাম উনার সকল কর্মকান্ডই সরকারের পক্ষে যাচ্ছে।
এর মানে কি, তারেক জিয়া নিজেই ছবি ব্যাবসার ছাগলীয় নেতাদের একজন এন্টার্প্রিনার্? যে কারনে উনি বাংলাদেশে আশার মতো শক্তি টুকুও অর্জন করতে অক্ষম।
কেউ যদি আমার এই লিখার বিপক্ষে থাকেন কমেন্টে মতবাদ জানান। মানুষ মাত্রই ভুল করে।
সব কথার শেষ কথা হচ্ছে একটি রাজনৈতিক দলের মাথা খালেদা জিয়া আর তারেক জিয়ার ভুলের ক্ষেসারত দিচ্ছে অগনিত বিএনপির তৃণমূলের কর্মীরা।যাদের পাশে নেই কোন বিএনপির হাইকমান্ড,
যে উকিলেরা তারেকের সাথে দেখা করতে মালয়েশিয়া এসেছিল তাতে কি তারা টাকা খরচ করে নি? তাহলে সেই সব উকিলরা কেন বিএনপির তৃনমুল কর্মীদের রাজনৈতিক মামলা লড়তে টাকার জন্য অশুরীয় চাপ প্রয়োগ করেছিলো?
উকিলরা যদি মনে করে থাকে বিএনপির তৃনমুল কর্মীদেরকে চাপ দিয়ে টাকা কামিয়ে সেই টাকায় টিকিট কেটে মালয়েশিয়া কিংবা লন্ডনে তারেক জিয়ার সাথে এক্ষান ছবি উঠানোর নাম বিএনপির রাজনীতি. তাহলে আমি বলব এই মানসিকতা নিয়ে সরকার বিরোধী আন্দোলনে কেউই সফলতা পেতে পারে না ।
যার জলজ্যান্ত প্রমান ৫ই জানুয়ারীর সরকার এখনো ক্ষমতায় আছে।
বিষয়: বিবিধ
১০৫৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন