গাজায় অগনিত অসহায় সাধারণ মানুষের জীবনের তুলনায় আরবপতিদের কাছে অনেক অনেক গুন দামী উত্তরাধিকার সুত্রে পাওয়া তাদের রাজতন্ত্রকে রক্ষা করা.
লিখেছেন লিখেছেন রাজিবুল হাসান ০৪ আগস্ট, ২০১৪, ০২:২৭:২৩ দুপুর
গাজায় অগনিত অসহায় সাধারণ মানুষের জীবনের তুলনায় আরবপতিদের কাছে অনেক অনেক গুন দামী উত্তরাধিকার সুত্রে পাওয়া তাদের রাজতন্ত্রকে করা.
---------------------------
ইসরায়েল আর প্রাশ্চাত্য বিশ্বের ভাই-ভাই খেলায় আরব রাজাদের অবস্থান কোথায়?
গাজায় ইসরায়েলের অনামবিক আক্রমনে আর্থিক কিংবা সামরিক সরঞ্জাম সরবরাহ করা যুক্তরাষ্ট্র এবং বৃটিশ সরকারকে বড় ভাই ছোট ভাইয়ের ভুমিকায় দেখেছে বিশ্ববাসী।
আশ্চর্যের ব্যাপার হচ্ছে সেই খেলায় আর্থিক সহায়তা করে ইসরায়েলীর সাথে অমানবিক খেলায় অংশ নিয়েছে মুসলিম জাহানের অধিপতিরাও।
প্রস্ন হচ্ছে, আরবপতিরা যতই চেস্টা করছে ইসরায়েল আর পশ্চিমাদের ভাই হতে কোনদিনো কি ইসরায়েল কিংবা তার দোশররা তাদেরকে ভাইয়ের মর্যাদা দিবে?দেওয়ার প্রস্নই উঠে না বরংচ আরবপতিদের অবস্থান ব্যাক্ত করতে গিয়ে ইসরায়েল অনেকবার জানিয়েও দিয়েছে যে.ইসরায়েল আরবপতিদের একটি বিশেষ শ্রেনীর প্রানী ছাড়া আর কিছুই ভাবতে পারে না।
তবে কেন মুসলিম জাহানের অধিপতিরা হাজার হাজার কোটি ডলার খরচ করে একটি অফাদার গোত্রীয় বিশেষ শ্রেনীর প্রানী হতে চাইছে?
উত্তরটা খুবই সহজ, পশ্চিমা বিশ্ব গনতন্ত্রের নামে বিশ্ব ব্যাপী অন্ধকার যুগের মানুষদেরকে নিয়ে যে বিলিয়ন ডলার ব্যাবসা করছে তার একজন এন্টারপ্রিনার হচ্ছে এই ইহুদিবাদী ইসরায়েল। তাদের ঈশারায় যে কোন মুহুর্তে ধস নামতে পারে আরব রাজাদের উত্তরাধিকারী সুত্রে পাওয়া রাজতন্ত্রের্।
আরব পতিদের ইসরায়েলের কিংবা পশ্চিমা বিশ্বের জন্য একধরনের বিশেষ শ্রেনীর প্রাণীর ভুমিকায় অভিনয় করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে., তাদের রাজতন্ত্রের উপর যাতে কোনরূপ আঘাত না আসে। গাজায় অগনিত অসহায় সাধারণ মানুষের জীবনের তুলনায় অনেক অনেক গুন দামী তাদের এই উত্তরাধিকার সুত্রে পাওয়া রাজতন্ত্র।
লিখেছেন : খবর্: আরব রাস্ট্র গুলো গাজায় হামলাকারী মানবতার শত্রু ইসরায়েলের যুদ্ধের খরচ বহন করছে।
মন্তব্য : কেনই বা করবে না? আরব রাজারা কোনদিনই মানবতার পক্ষে ছিল না। তারা সবসমই ছিল অমানবিক। একজন মানবতার শত্রু আরেকটি মানবতার শত্রুকে সাহায্য করবে এটাই ত সাভাবিক।
ফিলিস্তিনিদের এই আন্দোলন কোন ধর্মীয় আন্দোলন নয়। সেটলার কলোনিয়াল ইসরায়েলের হাত থেকে তাদের সাধীনতা পুনোরুদ্ধারের করার জন্য লড়ে যাচ্ছে তারা।
বিষয়: বিবিধ
১১৬২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/1864/fakhrul/50358
আমার এই বরকতময় লেখাটা পড়ার জন্য সবাইকে অনরোদ করছি । এই লেখা পড়রে দোজাহানের অশেষ নেকি হাসিল হবে ।
সম্মানিত ভাই ও দোস্ত !
সম্মানিত বোন ও খালাম্মা !
আমার হৃদয়ে অন্তস্হল হতে সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন ।
আমার লেখা যদি ভাল লাগে আমার জন্য আপনারা দুয়া করবেন । প্রচন্ড পড়াশোনা করে আমি লেখালেখি করে থাকি । শুধুমাত্র আপনাদের কাছে ইসলামের সত্যিকার মর্মবানীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য ।
কিন্তু ইদানিং বিপথগামী মুসলিম আমাকে ক্রমাগত হুমকি প্রদান করে যাচ্ছেন যাতে আমি কোনক্রমেই নেট ব্যবহার না করি এবং মসজিদে যাতায়াত না করি ।
তাদের অনেকে আমাকে প্রকাশ্যেই হত্যার হুমকি দিয়েছেন এবং আমার বিয়ে পর্যন্ত ভেঙ্গে দেওয়ার জন্য তারা হেন কাজ নেই করছেন না । । আমি অত্যন্ত ধৈর্যশীল হওয়ায় আমি তাদের সাথে বিনয়ী আচরণ করে যাচ্ছি এবং আমি তাদের সত্যিকারভাবে ইসলামের আদর্শকে ধারণ করার আহবান জানাচ্ছি ।
আর কিছু লোক এই ব্লগে আর ফেসবুকে আমার সম্পর্কে আজে বাজে কথা বলে যাচ্ছে । আর কুচ্ছিত ভাষায় মন্তব্য লিখে যাচ্ছেন । অথচ তারা এক সময় প্রচন্ড ভদ্র ও অমায়িকভাবেই এই ব্লগ সাইটে মন্তব্য লিখতেন । এই ব্যাপারে সবাইকে বিনয়ী ও নম্র হওয়ার আহবান জানাচ্ছি । অন্যথায় আল্লাহ আমাদের সবাইকে হাসরের মাঠে মুসলিম ভ্রাতৃত্ব বিনষ্ট করার জন্য পাকড়াও করবেন ।
সবাইকে আমার জন্য এবং আমার বিরোধী মুসলিম ভাই-বোনদের জন্য দুয়া করার জন্য অনুরোদ করছি ।
আমি চাই আপনাদের প্রেম,ভালবাসা,প্রীতি,শ্রদ্ধাঞ্জলি ও স্নেহ ।
আল্লাহই সব । বাকি সব মিথ্যা ।
ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ।
মন্তব্য : কেনই বা করবে না? আরব রাজারা কোনদিনই মানবতার পক্ষে ছিল না। তারা সবসমই ছিল অমানবিক। একজন মানবতার শত্রু আরেকটি মানবতার শত্রুকে সাহায্য করবে এটাই ত সাভাবিক।
ফিলিস্তিনিদের এই আন্দোলন কোন ধর্মীয় আন্দোলন নয়। সেটলার কলোনিয়াল ইসরায়েলের হাত থেকে তাদের সাধীনতা পুনোরুদ্ধারের করার জন্য লড়ে যাচ্ছে তারা।
মন্তব্য করতে লগইন করুন