ইহুদিবাদী ইসরায়েল প্রতিস্ঠার পিছনে সবচেয়ে বড় ভুমিকা ছিল বৃটিশ সাম্রাজ্যবাদের
লিখেছেন লিখেছেন রাজিবুল হাসান ০২ আগস্ট, ২০১৪, ০৩:০৮:৫৮ দুপুর
ইহুদিবাদী ইসরায়েল প্রতিস্ঠার পিছনে সবচেয়ে বড় ভুমিকা ছিল বৃটিশ সাম্রাজ্যবাদের
---------------------------
বৃটিশরা পৃথিবী জুড়ে যতগুলি অপকর্ম করেছে তারমধ্যে যঘন্যতম অপকর্মটি হচ্ছে ইহুদিবাদীদের মাধ্যমে ফিলিস্তিন দখল করা।
যদিও প্রথম থিয়োডর হার্জেল ১৮৯৭ সালে সুইজারল্যান্ডে বিশ্ব ইহুদিবাদী সংস্থার ঘোষণা দেয় যার লক্ষ্য ছিল,বিশ্বে একটি ইহুদি রাস্ট্র প্রতিস্ঠা করা। তখনকার ওসমানী সাম্রাজ্যের প্রতিরোধ আর প্রথম বিশ্ব যুদ্ধের ডামাঢোলে ভেস্তে যায় তাদের উদ্দেশ্য। তবে দমে যায় নি তারা। তারও অনেক পরে বৃটিশদের সহায়তায় ফিলিস্তিনিদের হঠিয়ে ইহুদিবাদী সরকার গঠনের ক্ষেত্র তৈরি করে তারা।
১৯১৭-১৯৪৮:
এই তিন দশক জুড়ে ফিলিস্তিন ছিল বৃটিশ উপনিবেশ। সেই সময়টাতেই ইহুদিবাদী সংস্থার সহায়তায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে ইহুদীদেরকে এনে জড়ো করতে থাকে ফিলিস্তিনে।নতুন এই ইহুদিদের আবাসনের জন্য শুরু হয় ফিলিস্তিনিদের জমি দখল ও বিনা বিচারে ফিলিস্তিনিদের নিধন। সেই সাথে অত্যন্ত সুকৌশলে ধংস করে দেয় ফিলিস্তিনিদের সামাজিক ও অর্থনৈতিক সকল অবকাঠামো। শুধু তাই নয় বৃটিশ রাজের সহায়তায় 'হাগানা' নামে একটি সংগ্রামী সেনাদলও গড়ে তুলে তারা। যাদের প্রধান কাজ ছিল ফিলিস্তিনিদের হত্যা করে তাদের সম্পদ দখল করা। প্রাশ্চাত্যের পুজিবাদীদের একটা অংশও বিশাল অংকের সাহায্য নিয়ে এসে দাড়ায় তাদের পাশে। যার সাহায্যে তারা সেখানে গড়ে তুলে স্কুল,কলেজ,হাসপাতাল,কলকারখানা সহ তাদের জন্য স্থায়ী আবাসন। আর অপেক্ষা করতে থাকে ইহুদিবাদী সরকার গঠনের দিনটির জন্য।
অবশেষে বৃটেনের প্রস্তাবে ১৯৪৭ সালে জাতিসংঘ অন্যায় ভাবে ফিলিস্তিনকে ভাগ করার ইশতেহার দেয়। যার এক অংশে ইহুদিরা প্রতিস্ঠা করে তাদের সরকার্। আর অপর অংশে বিশ্ব মোড়লদের ইহুদিপ্রীতির কারনে আজো মাথা তুলে দাড়াতে পারেনি ফিলিস্তিনিরা। নিজের দেশে তারা হয়ে পরে অসহায়,সহায়-সম্বলহীন শরনার্থী। সেই সময় আরবদেশগুলির বিবাদ আর মতানৈক্যও ছিল ফিলিস্তিনি মুসলমানদের জন্য বড় ট্র্যাজেডি।
তখনই ১৫ ই মে ১৯৪৮ সালে ফিলিস্তিনি মুসলমানদেরকে এক অভাবনীয় দুর্দশার ভিতর ঠেলে দিয়ে বৃটিশরা তাদের শাসনামলের যবনিকাপাত ঘটায় । সেই থেকে শুরু হয় ফিলিস্তিনিদের উপর এই ইহুদিবাদী শাসন। আর ফিলিস্তিনিরা প্রতিনিয়ত খুজছে ইহুদিদের হাত থেকে পরিত্রাণের উপায়। তাদের সেই উপায়টিকেই কেউ কেউ জংগী বলেও ব্যাখ্যা করে থাকে।
রাজিবুল হাসান
বিষয়: আন্তর্জাতিক
১০১৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাতিসংঘকেও কখনও এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে দেখা যায় নি ।
জাতিসংঘই বরং ইসরায়েল সৃষ্টির জন্য দায়ী এবং ২য় বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যে এই হানাহানি তার জন্য দায়ী জাতিসংঘেরই সৃষ্ট রাষ্ট্র ইসরায়েল ।
শুধু তাই নয় , সারা বিশ্বে যুদ্ধ বাঁধিয়ে তা থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাভ করে জাতিসংঘ এবং লুটেরা ও দখলবাজদের সুযোগ করে দেয় লুটপাটের।
মন্তব্য করতে লগইন করুন