ঈদের পর তীব্র আন্দোলন// সরকার পারলে আমরা কেন পারবো না?//

লিখেছেন লিখেছেন রাজিবুল হাসান ০১ আগস্ট, ২০১৪, ১১:৩৭:১০ রাত

ঈদের পর তীব্র আন্দোলন//

সরকার পারলে আমরা কেন পারবো না?//

------------------------------------------------

ঈদের পর সরকার পতনের তীব্র আন্দোলন করবে বলেছিল বিএনপি।

সবই ঠিকঠাক চলছিল,

দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর আন্দোলনের ডাক দিয়ে হঠাৎই কঠিণ রোগে আক্রান্ত হয়ে পড়েন।এমনই কঠিণ রোগ যে উনার অবস্হা দেখে মফিজ মেম্বার দুই রাকাত নফল নামাজ পরে আল্লাহর দরবারে দুই হাত তুলে ফরিয়াদ জানায়,আল্লাগো দুশমনরেও তুমি এই রোগ দিয়ো না যে রোগের চিকিৎসা বাংলাদেশে নাই।

মহাসচিবরে এমনই এক রোগে পেয়েছে যে রোগের চিকিৎসা করার মতো চিকিৎসক কিংবা হাসপাতাল কোনটাই বাংলাদেশে নেই তাই অনেকটা বাধ্য হয়েই উনাকে চিকিৎসার জন্য ফুরুত করে উড়াল দিয়ে চলে যেত হলো সিংগাপুরে। নিন্দুকেরা অবশ্য বলছে যে,আন্দোলন থেকে গা ঢাকা দিতে উনার এই অসুস্হ হওয়ার অভিনয়।এমন কি অসুখ হয়েছে যার চিকিৎসা বাংলাদেশে নেই?

যাইহোক,সবাই ব্যাস্ত এই মাহাসচিবের বার্তা নিতে।

মহাসচিব কিন্ত নিরাশ করলো না কাউওকেই। তিনি জানালেন, ওবায়েদুল কাদের সাহেবও ত বলেছিল ঈদের আগে সব রাস্তা ঠিক করে দিবেন। না করতে পারায় আবার বলেছেন আগামী ঈদের আগেই ঠিক করে দিবেন। সরকারের মন্ত্রী যদি ঈদ পাল্টাতে পারে তাহলে আমরা কেন ঈদ পাল্টাতে পারব না।

প্রেস কনফারেন্সে উপস্থিত সাংবাদিকরাও ভেবে দেখল আসলেইত. গনতন্ত্রে সবারই. ত সমান অধিকার্। উনি ত ঠিকই বলেছেন।

সরকার ঈদ পরিবর্তন করতে পারলে বিএনপি কেন ঈদ পরিবর্তন করতে পারবে না

খবর # ০১:বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবারের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।

খবর # ০২: শুক্রবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর গেছেন।

খবর # ০৩: নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি চেয়ারপারসনের এক উপদেষ্টা বলেন, ‘কোরবানির ঈদের পর হবে মূল আন্দোলন। এখন যা হবে তা হলো সবাইকে মেন্টালি রেডি করা।’

রাজিবুল হাসান

বিষয়: বিবিধ

৯৪৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

250682
০৪ আগস্ট ২০১৪ সকাল ১১:৩০
রাজিবুল হাসান লিখেছেন : খবর # ০১:বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবারের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।

খবর # ০২: শুক্রবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর গেছেন।

খবর # ০৩: নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি চেয়ারপারসনের এক উপদেষ্টা বলেন, ‘কোরবানির ঈদের পর হবে মূল আন্দোলন। এখন যা হবে তা হলো সবাইকে মেন্টালি রেডি করা।’

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File