ইসরায়েলের বোম্বিং ছায়াছন্ন করে রেখেছে গাজাবাসীর ঈদ

লিখেছেন লিখেছেন রাজিবুল হাসান ২৯ জুলাই, ২০১৪, ০৬:১৫:১৮ সকাল

ইসরায়েলের বোম্বিং ছায়াছন্ন করে রেখেছে গাজাবাসীর ঈদ।

--------------------------------------





একটি পা্র্কে যখন ছোট বাচ্চারা ঈদের খুশী ানাচ্ছিল তখনই হঠাৎ একটি শেল এসে কেড়ে নেয় সাতটি অসহায় শিশুর প্রাণ।

পৃথিবী যখন ঈদ উতসবে মেতে উঠেছে গাজাবাসী তখন হাসপাতালের বাইরে অপেক্ষা করছে তাদের সন্তানদের লাশ সনাক্ত করতে।

ভিডিও লিংক:

http://aje.me/1qabxI6

যদিও কেউ কেউ তাদের ছেলেমেয়েদেরকে বাইরে ঘুরানোর সুযোগ পেয়েছে তবুও তারা একটি বারের জন্যও ভুলে যায় নি যে, এটা কোন হলিডে নয়। এখানে যুদ্ধ চলছে, চলছে মানবতাকে বুড়ো আংগুল দেখিয়ে ইসরায়েলের বোম্বিং। যে আক্রমণের হাত থেকে রেহাই পাচ্ছে না অসহায় শিশুরাও, আশ্চর্য হলেও সত্যি এই অক্রমণের বিরোদ্ধে নিরব পৃথিবীর বড় বড় মানবতার ধজ্জাধারীরাও।





তবুওতো ঈদ বলে কথা!

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মুসলমানরা ইহুদিবাদী ইসরাইলের গোলা বর্ষণের মধ্যেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন।

গাজাবাসী কয়েক ঘন্টার জন্য হলেও ছোট বাচ্চাদেরকে ঘুরানোর জন্য, অথবা বলা যেতে পারে একটু হলেও ঈদের আনন্দ দেওয়ার জন্য নিয়ে এসেছিল বাড়ির পাশের ছোট্ট পার্কটিতে।

Bitter Eid for children in Gaza

Little joy in celebrations in embattled Palestinian territory, with children either in hospitals or in shelters

http://aje.me/1o5KHxS

বিষয়: বিবিধ

৮৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File