ফিলিস্তিনিদের জন্য আমাদের মানবতাবাদী সহায়তায়ই যথেষ্ট নয়।
লিখেছেন লিখেছেন রাজিবুল হাসান ২৩ জুলাই, ২০১৪, ০৬:৪৮:৩৯ সন্ধ্যা
ফিলিস্তিনিদের জন্য আমাদের মানবতাবাদী সহায়তায়ই যথেষ্ট নয়।
-----------------
এটাও ঠিক যে, ফিলিস্তিনিদের জন্য আমাদের মানবতাবাদী সহায়তার দরকার আছে। কিন্তু সেই সাথে এও গুরুত্বপূর্ণ যে, আমাদেরকে জানতে হবে কেন এই ইসরায়েলি আগ্রাসন,জানতে হবে ফিলিস্তিনিদের ইতিহাস।কারন কোন সমস্যার সমাধান চাইতে গেলে তার আসল কারনটা আমাদের জানা উচিত।
ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলের শত্রুতা কোন ধর্মীয় শত্রুতা নয়, লোভী ইসরায়েল সরকারের ভুমিদখলের লালসাই এই রক্তক্ষয়ী সংঘর্ষের মুল কারন। আর ফিলিস্তিনিরা যে প্রতিরোধ গড়ে তুলছে তা শুধুমাত্রই তাদের নিজেদের জন্মভূমি রক্ষা করার জন্যে।
পশ্চিমী মিডিয়া অত্যন্ত সুকৌশলে পৃথিবীর মানুষের নজর মুল এজেন্ডা থেকে দুরে সরিয়ে নিয়ে গেছে। যার ফলে জেনে কিংবা না জেনে ফিলিস্তিনিদের জংগী টাইটেল দিয়ে ইসরায়েলেকে সমর্থন করতেও দেখা যায় অনেকেই।
আর তাদের এই সমর্থনের মানে কিন্তু স্যাটলার কলনিয়াজম কে সমর্থন করা। যা কিনা পৃথিবীতে ঘটে যাওয়া জঘন্যতম অপরাধগুলোর মাঝে একটি নিকৃষ্টতম অপরাধ।
স্যাটলার কলনিয়াজমে বিশেষ কোন জাতি কিংবা গোস্টিকে হত্যা করে অথবা রিজার্ভে রেখে দেশ এমনকি মহাদেশ দখল করার ইতিহাসও আছে।
৬ই জুলাইয়ের গাজায় আক্রমণও ছিল স্যাটলার কলোনিয়াজমের ভিত্তিতেই। উদ্দেশ্য,ফিলিস্তিনিদের হত্যা করে তাদের মাতৃভুমি দখল করা।
ফিলিস্তিনিরাও অনেক আগেই বুঝে গেছে তাদের মাতৃভুমি রক্ষার এই লড়াই এ তারা কারো উপর নির্ভরশীল হলে চলবে না।
আর আমাদেরকেও বুঝতে হবে ফিলিস্তিনিদের এই লড়াই তাদের জন্মভূমি রক্ষার লড়াই। মিডিয়ার বিকৃত প্রচারে আমরাও তাদেরকে জংগী টাইটেল দিয়ে ইসরায়েলের স্যাটলার কলনিয়াজমকে যাতে সাহায্য না করি।
রাজিবুল হাসান
বিষয়: বিবিধ
৮৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন