নরেন্দ্র মোদীর স্ট্যাটাসটি দেখে জাতীয় সঙ্গীতটি নতুন করে পাঠ করলাম... কিছু প্রয়োজন অনুভব করলাম..
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৪:১৯:২৬ বিকাল
মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন
ও মায় আমি নয়ন জলে ভাসি।
বাংলাদের জাতীয় সঙ্গীতে এটিই প্রতিরোধ মুলক একমাত্র লিরিক!
বাংলাদেশ নিয়ে নরেন্দ্র মুদির স্ট্যাটাসটি দেখে বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি নতুন করে পড়লাম। মোদী আজকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে তাদের যুদ্ধ বলে প্রচার করেছে! এটি কি ছোট কোনো ব্যাপার? আমি মনে করি এটি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর কথার আঘাত।
এই আঘাতে কি বাংলাদেশের বদন মলিন হয়েছে? যদি হয়ে থাকে তা হলে আমাদের নয়ন জলে ভেসেছে?
অহতো অনেকে বলবেন ফেসবুকে অনেকে স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ করেছে। জি আমিও দেখেছি।
আমাদের জাতীয় সঙ্গীতের স্প্রিন্ট অনুযায়ী আমাদের দৌড় নয়ন জলে ভাসা পর্যন্ত!
নরেন্দ্র মুদির আজকের স্ট্যাটাসের পর আমার মনে হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীতে জ্বালাময়ী কিছু শব্দ যুক্ত করা দরকার।
বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমাদেরকে সব সময় সচেতন থাকবার দেশের জন্য জীবন দেবার জন্য প্রস্তুত থাকবার আহবান মুলক কথা যুক্ত থাকা দরকার।
পরিচয় দেবার যাদের দেশ নেই তারা বুঝে দেশের মূল্য কত, আমাদের এই দেশ এই পরিচয় স্থায়ী ভাবে ধরে রাখবার সাহসী পদক্ষেপ নেয়া দরকার তা না হলে আবারো নানান কৌশলে আমার দেশকে নিয়ে শুকুন খেলা করবে।
সার্বভৌমত্ব ধরে রাখবার প্রত্যয়ে আমাদের ছেলেদের এসএসসির ফাইনাল পরীক্ষার পর বাধ্যাতা মুলক সামরিক প্রশিক্ষণ দিয়ে রাখা উচিত যাতে করে দেশপ্রেম বাড়ে পাশাপাশি দেশের প্রয়োজনে প্রশিক্ষণ কাজে লাগিয়ে সার্বভৌম রক্ষা করা সম্ভব হয়।
বিষয়: বিবিধ
৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন