শয়তানের উল্লাস...!

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৬ জুলাই, ২০২৪, ০৩:২৭:১৪ রাত



পৃথিবীতে বহু জাতি ছিলো

তারা সংশোধন চাইনি,

ভুলের উপর দাড়িয়ে থেকে

দুর্বল পক্ষকে করে গেছে হয়রানি।

@

মূসা আঃ ও ফেরাউনের এর ইতিহাস-

দেখো তাদের আচরণ ছিলো কেমন,

ন্যায়ের পক্ষে থাকা মূসা আঃ কে

তাড়িয়ে বেড়ায় অপরাধী ফেরাউন।

@

ইছা আঃ কে কোলে নিয়ে এলেন যখন

মা মরিয়ম, চারদিকে তিব্র অপবাদ!

বড় হয়ে সত্য বলতে গিয়ে নিজ জাতির

হাতে হত্যা চেষ্টা, তা কোরআনের আয়াত।

@

মোহাম্মদ সাঃ এর ইতিহাস দেখো

তিনি ছিলেন সবার কাছে বিশ্বাসী,

সত্য ন্যায়ের আওয়াজ তুললো যখন

নানান হয়রানি, দিতে চাইলো ফাঁসি!

@

যখন সত্য বলবেন ন্যায্য বলতে যাবেন

নির্যাতন নিপিড়ন আসবেই আসবে,

অপরাধীরা নিজেদের অপরাধ ঠিকিয়ে রাখতে

আওয়াজ দাতাকে রক্তাক্ত করবে।

@

তই বলে কি সত্য বলা ন্যায়ের পক্ষে

থাকা যুগেযুগে বন্ধ করে দিয়েছে মানুষ?

ইতিহাসের পাতা গুলোতে দুটি পক্ষ স্পষ্ট!

ফিরে আসুক বা না আসুক অপরাধীর হুশ!

@

অপরাধ করেও যাদের ভেতরে অপরাধবোধ

কাজ করেনা তাদের ভেতরে শয়তানের বসবাস,

শয়তানের কি আসে যায় অন্যায় প্রতিষ্ঠিত থাকলে?

অন্যায়ের স্রোতে রক্তবন্যা দেখে শয়তানের উল্লাস!

বিষয়: বিবিধ

২৭১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386943
১৭ জুলাই ২০২৪ সকাল ০৯:২২
টাংসু ফকীর লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File