চামছা...????????????????
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১০ ডিসেম্বর, ২০২০, ১২:০৫:১৪ রাত
চামচ তুমি যত বড় হবে
তত তোমার দুনিয়ায় কল্যাণ!
আশেপাশে বড়জন সেতায়
তুমি মনের রাজা 'শয়তান'।
--------------------------------------
শয়তান হয়েই খুশি তুমি
পদ দুলিতে তুমি মহিয়ান,
চামচের ঝনঝনানিতে
নির্দিধায় তুমি খুঁজেছ সম্মান!
------------------------------------
তোমার যা আছে জ্ঞান তা -
মৃত প্রায়, এখন চমচ হাতিয়ার,
চামচামির স্রোতে ভেসে গিয়ে
তোমাতে তুমি নেই আর!
--------------------------------------
অংকে হিসেব মিলাও
দিন শেষে লাভ কি হলো,
চামচ দিয়ে কত অসহায়ের
জীবন করেছো এলোমেলো।
--------------------------------------
চামচের গুতা খেয়ে ঝরেছে
রক্ত, কত জীবন যুদ্ধার,
তুমি তার খবর রাখো নাহ্
যেন শয়তানের সাতার!
--------------------------------------
রক্ত প্রবাহ তবুও বহে যায়
চলছে তাহাদের জীবন তরী ,
তবুও তুমি চামচ'ই আছো
আলো নেই, সব আঁধার'ই!
বিষয়: বিবিধ
৮৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন