শিক্ষা এবং শিক্ষক | আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪৮:০২ বিকাল



শিক্ষক, হ্যাঁ আপনিই শিক্ষক

আপনার হাত ধরে আমি শিক্ষিত,

আপনার জ্ঞান বিতরণ আছে বলেই

আমি অভিজ্ঞ, হয়েছি আমি শক্ত।

.

আপনার বিতরণ করা জ্ঞান

নিজের ভেতরে পুরে, আমি দাম্ভিক!

একটু মোটাসোটা হয়ে বাহুবল দেখাই

বিবেকের কাছে প্রশ্ন করিনা! আমি কি সঠিক?

.

শিক্ষক? হ্যাঁ শিক্ষক! কে তিনি শিক্ষক?

আমার মা, বাবা, মামা, মামি চাচা, চাচি।

পাড়াতো ভাই, বন্ধু, মকতুবে মদ্রাসায় স্কুলে

যারা পড়াতেন সবাই শিক্ষক, শিক্ষিত বাঁচে আছি।

.

শিখে রাখা শিক্ষাটাকে কাজে লাগানোর

সময় সুযোগ কি কখনো খোঁজেছি?

নাকি অশিক্ষতদের মত নিজের ভিতরে

শিক্ষাটাকে লুকিয়ে অভিনয় করেছি।

.

কি করেছি তা নিজের চেয়ে নিজেকে

আর কেউ কি করে জানবে বেশি?

মূল্যবান কিছু না করেও অপ্র‌য়োজনে

নিজের ভেতরে নিজে নিজেই হাসি!

.

এ হাসির গন্তব্য কোথায় তাও জানি,

এ হাসি কারো উপকারে আসবেনা কখনো,

ভালো কিছুতো করতে চাই মানুষের

কল্যাণে, কিছু করে এগিয়ে যাবার পথ-ও গৌণ!

.

গৌণ পথ পড়ি দিয়েই করতে হবে জনকল্যাণে

শিক্ষিত অভিঙ্গতা চর্চায় রেখে,

তবে আলো ছড়িয়ে সৃষ্ট হবে নতুন মেহমান

শুধু মানবতার শিক্ষা ধারণ করলে বুকে।

বিষয়: বিবিধ

৮৮০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386449
১৯ ফেব্রুয়ারি ২০১৯ রাত ১০:১৯
আমি আল বদর বলছি লিখেছেন : ভাল লাগলো ভাই ভালোবাসা ও দোয়া রেখে গেলাম Love Struck Rose
২৩ ফেব্রুয়ারি ২০১৯ রাত ০৪:২১
318301
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মতামতের জন্য। ধন্যবাদ।
386480
২২ ফেব্রুয়ারি ২০১৯ রাত ১০:২৪
আনসারী লিখেছেন : শিক্ষকদের মর্যাদা মুল্যায়ন উভয়ই জরুরী।
২৩ ফেব্রুয়ারি ২০১৯ রাত ০৪:২২
318302
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : রাইট।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File