গালি.. হাততালি | আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:০২:১৮ সকাল



তিক্ত মন তিক্ত পরিবেশ

চারধিকে যুদ্ধের ভাব,

অপছন্দের সমর দুর্বল দেখে

খুশির ঝর্ণা বহে মনে, এ মানুষের স্বভাব!

-

লেনা নেই, দেনা নেই, ন্যায় অন্যায়

বিবেচনার বোধদয় শূন্য,

তবুও খুশির হওয়া বহে, ভাব যেনো

বাধ্যক্যে ফিরে পেয়েছে তারুণ্য।

-

নিজ হাতে নাইকো পলাশীর তলোয়ার

অন্যের হাতে ভর দিয়ে লালা ঝারায়,

বিবেক মরে গেছে শূন্যে

চিনতে পারছেনা যেন কোনটি অন্যায়।

-

অধারা ধরতে মন জাগে

বিকট শব্দে শুনে কান্নার আওয়াজ,

যুক্তির যুদ্ধ নয় যেন ঘৃণার চাদের

মোড়ানো নরপিশাচ।

-

অপরাধের খোঁজ চলে মাইকে বাঁজে সুর

পোলাও বিরানি উপস্থিত! মূল অপরাধী নির্ভয়,

অপরাধীর অপরাধে চেয়ার নিকটবর্তী হাসে

সে চেয়ারে বসে অপরাধ বিরোধী কথা বলে নেতায়।

-

কথার ভেলকিতে সামনের লোকজন

হাততালি দেয়, দেয় আরো মনে মনে গালি,

টিভি ক্যামেরা, কাগজের রিপোর্টারের

আড়ালে রয় গালি, রিপোর্ট হয় শুধু হাততালি।

বিষয়: বিবিধ

৭৩৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386437
১৭ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ১২:৫৪
নিমু মাহবুব লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো লাগল,ধন্যবাদ। লেখাটি ভালো লেগেছে। এই রকম আরো পাবো আশা রাখি। Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose
১৭ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ০৩:৩৪
318276
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু
ধন্যবাদ মতামতের জন্য। লেখার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File