আপন ঘর... ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ০২:০৯:১৫ রাত





নোবেল পুরস্কার যেনো

এক রক্তের লিলিখেলা,

নোবেল দিয়ে রক্ত নিয়ে খেলার

যেনো অনুমতি! বিশ্ব অবলা!

Skull

নোবেলের দামে ..সূচি রক্ত বিলায়

মানবতার ফেরীওয়ালারা চুপ!

মুদি তাহার আসল রূপ দেখিয়ে

এলো, দিলো গণহত্যার টোপ!

Skull

প্রতিবেশীর গণহত্যা মেনে

নিয়ে অমানবিক দৃষ্টান্ত!

তা দেখে এই ছোট্ট হূদয়ে

তৈরি হয়েছে বড় ক্ষত!

Skull

কাউকে দেখাতে পারিনা

বুঝাতেও পারিনা কাঁদে অন্তর,

হে আল্লাহ আমাদের সিমাবদ্ধতা

দেখেছো তুমি, তুমি শক্তিধর।

Skull

হে আল্লাহ তোমার আপন শক্তি দাও

নির্যাতিত রোহিঙ্গাদের উপর,

তারা যেনো ফিরে পায়

তাদের আপন ঘর।

ছবিঃ মানবজমিন

বিষয়: বিবিধ

৮৪৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383987
১৫ সেপ্টেম্বর ২০১৭ বিকাল ০৪:২৩
হতভাগা লিখেছেন : সূচিকে এবার টেক্কা দেবে জননেত্রী হাসিনা

নোবেল, তুমি আর ধরা না দিয়ে পারবে না

২০ সেপ্টেম্বর ২০১৭ রাত ০৪:১৫
316839
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File