স্বাধীনতা মানে মনগড়া যুক্তি দিয়ে সত্যকে লুকানো নয়। ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৪ মার্চ, ২০১৭, ০৭:৪৬:০৬ সকাল



স্বাধীনতা মানে জোর করে চাপিয়ে

দেয়া গুলো মেনে নেয়া নয়,

স্বাধীনতা মানে গম্ভির চেহেরায়

হ্যাঁ হ্যাঁ করে হজম করা নয়।

Chatterbox

স্বাধীনতা মানে মনের গহীনে

সত্য লুকিয়ে রাখা নয়,

স্বাধীনতা মানে চামচামীর তৈলমাখা

কথামালা ছন্দে সাজানো নয়।

Chatterbox

স্বাধীনতা মানে জোর করে কাউকে

প্রতিযোগিতার প্রতিদ্বন্দ্বী বানানো নয়,

স্বাধীনতা মানে কিবোর্ডের কোছা

দিয়ে তথ্য সন্ত্রাস করা নয়।

Chatterbox

স্বাধীনতা মানে দুর্বল জনকে বিচারের

মঞ্চে অন্যায় চাপিয়ে দেয়া নয়,

স্বাধীনতা মানে পেশীর জোর দিয়ে

প্রতিপক্ষকে কাঁদানো নয়।

Chatterbox

স্বাধীনতা মানে ক্ষমতার চেয়ারে

বসে দুষ্টের লালন-সৃষ্টের দমন নয়,

স্বাধীনতা মানে অনৈতিক চরিত্র

রেখে ভালো সাজার অভিনয় নয়।

Chatterbox

স্বাধীনতা মানে কারো ধর্ম

অনূভুতিতে আঘাত করা নয়,

স্বাধীনতা মানে আত্মঘাতী হয়ে

সাধারন মানুষ হত্যা করা নয়।

Chatterbox

স্বাধীনতা মানে নিজের জ্ঞানজোর-

করে কারো কাছে জাহির করা নয়,

স্বাধীনতা মানে কারো ধর্মীয় উৎসব

অন্যকে জোর করে চাপিয়ে দেয়া নয়।

Chatterbox

স্বাধীনতা মানে ধর্মীয় অনুভূতিতে আঘাত

দিয়ে বৈজ্ঞানিক থিওরি টুকানো নয়,

স্বাধীনতা মানে মনগড়া যুক্তি দিয়ে

মূল সত্যকে লুকানো নয়।

বিষয়: বিবিধ

৯৩১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382409
২৪ মার্চ ২০১৭ রাত ০৮:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনার চেতন নাই!!!
২৪ মার্চ ২০১৭ রাত ০৮:৪৮
316060
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : যেমনঃ??
382417
২৫ মার্চ ২০১৭ সকাল ০৯:৪৯
হতভাগা লিখেছেন : স্বাধীনতা মানে পার্কস্ট্রীটের সেই উদ্দাম জীবন

স্বাধীনতা মানে চাচার বাড়ি ধানমন্ডি গমন

স্বাধীনতা মানে অস্ত্র হাতে জাফর স্যারের লেফট রাইট

তাহলেই চেতনা হবে তোমার সো টাইট।



২০ জুন ২০১৭ সকাল ০৬:২৯
316545
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Frustrated

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File