বন্ধুর ভুল গুলো শুধরে দিও... ✔✔✔ আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২০ মার্চ, ২০১৭, ১২:২০:২৩ রাত
ক্ষমা করে দিও বন্ধু, যদি
দেখ বন্ধুর দোষ ত্রুটি,
ভুলের কারণে কখনো বন্ধ
করোনা কারো রুজি রুটি।
বন্ধুর ভুল গুলো শুধরে
দিও, একান্ত আপন ভেবে,
শুধরে দিলেইতো তুমি
তাহার প্রকৃত বন্ধু হবে।
ভুল দেখেও নিশ্চুপ থাকা
নহে বন্ধুত্বের পরিচয়,
ভুল শুধরে দিয়ে ফেরাতে
হবে মানবতার জয়।
মানুষ ভুল করে, ভুল
থেকে ফিরেও আসে,
সংশোধনের ফুল গুলো
মানুষের জন্য প্রতিনিয়ত হাসে।
হাসি ভরা ফুল যে নেবে
হতে তুলে গভীর যত্ন করে,
তাহার জন্য সুন্দর ইহকাল-
পরকাল অপেক্ষা করে।
বিষয়: বিবিধ
১০১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন