প্রতিক্রিয়া..... "প্যারাডক্সিক্যল সাজিদ" ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৯ মার্চ, ২০১৭, ১০:৫৯:২৩ সকাল

প্রতিক্রিয়া..... "প্যারাডক্সিক্যল সাজিদ"

বর্তমান তথ্য প্রযুক্তির যুগে প্রতিটি তরুণকে সাজিদ হওয়া উচিত।

আরিফ আজাদের সাড়া জাগানো বই "প্যারাডক্সিক্যল সাজিদ" বইটির ৩টি সাপ্টার পড়লাম।

১, একজন অবিশ্বাসীর বিশ্বাস* শিরোনামের লেখাটি শুরুর দিকে পড়ে মনে মনে বিরক্তিবোধ করলাম! এত আলোচিত বইটির প্রধান চরিত্রের সাজিদ "নাস্তিকের চরিত্রে....! লেখাটি শেষ করে নিজের বিরক্তি দূর হলো।

২, তাকদির বনাম স্বাধীন ইচ্ছা' - স্রষ্টা কি এখানে বিতর্কিত? শিরোনামের লেখাটি পড়া শুরু করলাম মূলত লেখাটি বইয়ের নায়ক সাজিদের প্রতিদিনকার ডাইরি..... আগ্রহের সাথে পড়লাম আর মুগ্ধ হয়ে নিজের ভেতরে সাজিদের চরিত্র খোঁজ নেবার চেষ্টা করলাম! আসলে এমন চরিত্র দরকার তরুণদের মাঝে যুক্তিতর্কের মাঝে স্রষ্টার বিশ্বাস প্রধান কেন্দ্র। অসাধারণ লেখা।

৩, স্রষ্টা কেন মন্দ কাজের দায় নেন না?

শিরোনামের লেখাটি মুলত একজন নাস্তিক শিক্ষকের কৌশল বিনিময় থেকে সূত্রপাত করেছেন লেখক। শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদের জিজ্ঞেসা করলেন তোমরা সবাই কেমন আছ? ছাত্রদের ভিন্ন ভিন্ন জবাব থেকে মুলত যুক্তি গুলো এসেছে..... শিক্ষার্থীরা সবাই শিক্ষকের প্রশ্নের উত্তরে ভালো আছি জবাব দিলেও কয়েকজন ভালো আছি কথার সাথে আলহামদুলিল্লাহ শব্দটি যুক্ত করেছে। সেই নিয়ে যুক্তি তর্ক বিতর্ক। অত্যন্ত গোছানো ভাষা ও জ্ঞান ভিত্তিক জবাবের মাধ্যমে সাজিদ প্রমাণ করলেন বর্তমান তথ্য প্রযুক্তির যুগে প্রতিটি তরুণকে সাজিদ হওয়া উচিত।

বিষয়: বিবিধ

১০৫৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382171
০৯ মার্চ ২০১৭ সন্ধ্যা ০৭:১৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ ভাইয়া মানুষ আবেগে অনেক লেখা পড়ে কিন্তু বিবেগ খাটায় কম। তাই শিক্ষনীয় লেখা থেকেও কিছু শিখতে পারেনা। সুন্দর চিন্তা ও গবেষনার জন্যে আপনাকে জাযাকুমুল্লাহ্

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File