আমি ভালোবাসি...! ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০১ মার্চ, ২০১৭, ১২:২৮:১৯ রাত

আমি ভালোবাসি বিচার দিনের

এক মাত্র মালিক মহান আল্লাহকে ,

আমি ভালোবাসি বিশ্ব মানবতার

মুক্তির দিশারি মোহাম্মদ (সাঃ)কে ।

Rose

আমি ভালোবাসি মহান আল্লাহর

বাণী আল-কোরআনকে,

আমি ভালোবাসি কোরআনের-

হাফেজ আলেম ওলামাকে ।

Rose

আমি ভালোবাসি কোরআনের

সমাজ প্রতিষ্ঠার চেষ্টায়,

আমি ভালোবাসি রসুলের

জীবনী অনুস্বরণ করায়।

Rose

আমি ভালোবাসি তাকে যে

ন্যায় পথের অভিযাত্রী,

আমি ভালোবাসি তাকে যে

অন্যায়ের বিরুদ্ধে লড়ে দিবা রাত্রি ।

Rose

আমি ভালোবাসি ন্যায়ের পথে

উদ্দাম উদিয়মান তারুণ্য,

আমি ভালোবাসি শান্তির পথে

আহবান মাবতার জন্য।

Rose

আমি ভালোবাসি হিংসাহীন-

সমাজ, সবার সমান অধিকার,

আমি ভালোবাসি উদারতা

সকল ধর্ম বর্ণের ।

Rose

আমি ভালোবাসি সত্যের

স্রোতময় যাত্রা বাঁধাহীন,

আমি ভালোবাসি রাখতে নিজের-

ক্ষতি হলেও সত্যের কাছে ঋণ ।

Rose

আমি ভালোবাসি নত-নীতির

বিরুদ্ধে অবিচল শ্লোগান জ্বালাময়ী,

আমি ভালোবাসি হতে অন্যায়ের

বিরুদ্ধে লড়াই করে দায়ী ।

Rose

আমি ভালোবাসি তাকে সত্য ন্যায়ের

জন্য লড়ে যে দিয়ে গেছে প্রাণ,

আমি ভালোবাসি আল্লাহর পথে

সত্য ন্যায়ের জন্য কারবলার ময়দান ।

Rose

আমি ভালোবাসি নির্দোষ

মানুষকে বাঁচানোর লড়াই,

আমি ভালোবাসি প্রতিষ্ঠিত হোক

সমাজের সর্ব ক্ষেত্রে ন্যায় ।

বিষয়: বিবিধ

১০৯৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382063
০২ মার্চ ২০১৭ রাত ০২:১৩
সন্ধাতারা লিখেছেন : Salam! Beautiful
382068
০২ মার্চ ২০১৭ বিকাল ০৫:২২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ ভাইয়া ভাবি কেমন আছেন? আমি ভাবির দুইটা বই হাতে পেয়েছি। ভাবি অভিনন্দন জানাতে চাই আপনার মাধ্যমে। খবর পৌছে দেবেন। আর ভাবি সালাম। জাযাকুমুল্লাহ্ আপনার সুন্দর লেখনীর জন্যে।
382069
০২ মার্চ ২০১৭ বিকাল ০৫:২৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ ভাইয়া ভাবি কেমন আছেন? আমি ভাবির দুইটা বই হাতে পেয়েছি। ভাবিকে অভিনন্দন জানাতে চাই আপনার মাধ্যমে। খবর পৌছে দেবেন। আর ভাবিকে সালাম। ভাবির সাথে যোগাযোগ করার মাধ্যম পেলে ভালো হতো। মহান আল্লাহ্ ভাবির শ্রমকে কবুল করুন ও এর মাধ্যমে সাধারন মানুষকে সঠিক দ্বীনে আনয়ণ করুন। আমিন। জাযাকুমুল্লাহ্ আপনার সুন্দর লেখনীর জন্যে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File