হে প্রজন্ম বর্ষ বরণের পথে এ কেমন অগ্রসর? ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০১ জানুয়ারি, ২০১৭, ০৪:৫২:৫০ বিকাল
নতুন বছরকে বরণ করতে
তুমি রাত জাগলে আনন্দে!
পুরো বছর থাকে যেন হাসি খুশি;
একটি দিনও যেন না কাটে মন্দে।
বিশ্বাস! বছরের প্রথম দিন যেমন যাবে
তেমনই যাবে সারাটি বছর,
বর্ষবরণে মত্ত হয়ে অনেকে
বসায় মাদকের উম্মাদ আসর!
মাদকের নেশায় মাতাল হয়ে
ঘরে ফিরেই বউকে ডাকে মা,
হে প্রজন্ম বর্ষ বরণের পথে এ
কেমন অগ্রসর? আছে কি এর ক্ষমা?
বিশ্বাসে.. পুরো বছর বউ যদি
মায়ের আসন দখল করে রয়,
তুমিতো পশুই রবে, নতুন বছরে
অর্জিত হলো পশু তোমার পরিচয়।
কর্মে পরিচয় আসে, কর্মে এপার
ওপার, সবকিছু কর্মের উপর অর্জন,
অপসংস্কৃতিতে গা ভাসিয়ে কেন
নিজের ক্ষতি, কেন অনিয়ন্ত্রিত মন?
মনের নিয়ন্ত্রণ প্রয়োজন যেখানে
সেখানে গা ভাসানো নয় আর,
মনের পশুকে হত্যা করে সপথ নিতে
হবে আল্লাহর নামে মানুষ হয়ে বাঁচবার।
বিষয়: বিবিধ
১০১৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন