হে প্রজন্ম বর্ষ বরণের পথে এ কেমন অগ্রসর? ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০১ জানুয়ারি, ২০১৭, ০৪:৫২:৫০ বিকাল



নতুন বছরকে বরণ করতে

তুমি রাত জাগলে আনন্দে!

পুরো বছর থাকে যেন হাসি খুশি;

একটি দিনও যেন না কাটে মন্দে।

Happy

বিশ্বাস! বছরের প্রথম দিন যেমন যাবে

তেমনই যাবে সারাটি বছর,

বর্ষবরণে মত্ত হয়ে অনেকে

বসায় মাদকের উম্মাদ আসর!

Winking

মাদকের নেশায় মাতাল হয়ে

ঘরে ফিরেই বউকে ডাকে মা,

হে প্রজন্ম বর্ষ বরণের পথে এ

কেমন অগ্রসর? আছে কি এর ক্ষমা?

Happy

বিশ্বাসে.. পুরো বছর বউ যদি

মায়ের আসন দখল করে রয়,

তুমিতো পশুই রবে, নতুন বছরে

অর্জিত হলো পশু তোমার পরিচয়।

Winking

কর্মে পরিচয় আসে, কর্মে এপার

ওপার, সবকিছু কর্মের উপর অর্জন,

অপসংস্কৃতিতে গা ভাসিয়ে কেন

নিজের ক্ষতি, কেন অনিয়ন্ত্রিত মন?

Happy

মনের নিয়ন্ত্রণ প্রয়োজন যেখানে

সেখানে গা ভাসানো নয় আর,

মনের পশুকে হত্যা করে সপথ নিতে

হবে আল্লাহর নামে মানুষ হয়ে বাঁচবার।

বিষয়: বিবিধ

১০১৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381077
০১ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৬:৪১
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো/ অনেক ধন্যবাদ
০২ জানুয়ারি ২০১৭ রাত ০২:০১
315285
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেওও ধন্যবাদ।
381111
০৩ জানুয়ারি ২০১৭ রাত ০২:৫১
কুয়েত থেকে লিখেছেন : কর্মে পরিচয় কর্মে এপার ওপার সবকিছু কর্মের উপর অর্জন, অপসংস্কৃতিতে গা ভাসিয়ে কেন নিজের ক্ষতি অনেক ভালো লাগলো ধন্যবাদ
০৪ জানুয়ারি ২০১৭ সকাল ১০:৩৪
315291
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকে ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File