স্রোতের বিপরীত!! বিষয় নতুন বছরের শুভেচ্ছা!! ✔✔✔ আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ৩০ ডিসেম্বর, ২০১৬, ০৩:৩৩:১৫ দুপুর
প্রতিটি দিনই নতুন, প্রতিটি দিনই কাজের, প্রতিটি দিনই এগিয়ে যাবার, প্রতিটি দিনই শিখবার।
গননার হিসেবে ২০১৬ সাল আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে।
২০১৭ সাল আসছে যেমন আসে এক এক করে সপ্তাহের দিন গুলো। আমার কাছে আলাদা করে কোন গুরুত্ব নেই নতুন বছর বরণ করে নেবার। যেহেতু গুরুত্ব নেই সেহেতু প্রস্তুতিরও প্রয়োজন নেই।
আমাদের দৈনন্দিন জীবন যেমন কাটে ঠিক তেমনই নতুন বছরের প্রথম দিনটিও কাটবে। কাউকে শুভেচ্ছা জানাবো সেটাও ভাবছিনা। কারণ বিশেষ দিনে শুভেচ্ছা জানানোর চেয়ে অন্য সময়ের ছোটখাটো যোগাযোগ আমার কাছে দারুণ অর্থবহ বলে মনে হয়।
বছরে একদিন স্বরণ করবো বা শুভেচ্ছা বিনিময় করবো এটা আমি খুব একটা পছন্দ করিনা। আমি পছন্দ না করলেও অনেকে বছর শুরুর শুভেচ্ছা বিনিময় পছন্দ করে থাকেন। বর্তমান সময়ের সোস্যাল মিড়িয়ার সুবাদে আমার অনেক শুভাকাংখী নতুন বছরের শুভেচ্ছা বা শুভকামনা জানিয়েছেন। যদিও তাদের ভালোবাসা আন্তরিকতা আমাকে মুগ্ধ করে। তার বিনিময়ে আমি তাদেরকে শুভেচ্ছা বা শুভকামনা জানাইনি !!!
যদিও শুভেচ্ছা বা শুভকামনা জানাবার জন্য আমার আন্তরিকতার ঘাটতি নেই। কিন্তু উল্টো পথে সংস্কৃতি পরিবর্তন দেখে বহমান সংস্কৃতির দিকে গা ভাসাতে চাইনা। এই সংস্কৃতিতে যদি ভালো কিছু থাকতো তাহলে ভিন্ন কথা হতো। এই সব শুভেচ্ছা বিনিময়ের সাথে সাথে আমাদের মাঝে যে অপসংস্কৃতি প্রবেশ করছে তা রুখতে হলে সময়ের স্রোতে নিজেদের ভাসিয়ে দেয়া আপাতত অযৌক্তিক বলে মনে করছি।
সংস্কৃতির ভিন্ন ভিন্ন জায়গা তৈরি করে নিয়েছে মানব সমাজ! যেমনঃ মা দিবস, বাবা দিবস, বন্ধু দিবস, নারী দিবস..... ইত্যাদি!! এই সব দিবসের কোন গুরুত্ব আমার কাছে নেই। একটি দিনের জন্য দিবস বানিয়ে লোক দেখানোর চেয়ে প্রতিদিন সল্প সল্প আন্তরিকতা ভালোবাসা মনে ধারণ করে মানবতার মন মানসিকতায় সপ্তাহের দিন গুলো অতিবাহিত করলে লোক দেখানো দিবসের প্রয়োজন পড়েনা।
বিষয়: বিবিধ
৯১৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন