স্বার্থবাজদের দখলে চলে গেছে বিজয়..! ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৬ ডিসেম্বর, ২০১৬, ১১:৫২:৪১ রাত
বিজয়ের দিন এলো আর গেলো
পুরণ হয়নি বিজয়ের উদ্দেশ্য,
স্বার্থন্বেষী মহল নিজেদের
উদ্দেশ্য পুরণে রয়েছে শির্ষ!
মমতা নেই কারো বিজয়ের উদ্দেশ্য পুরণে;
দেখেছি ফুলে ফুলে ভরা -মিনার,
বিজয়ের স্বাদ নেই ছিন্নমূলে, সেতায়
হাহাকার আজো পরাধিনতার!
বিজয় সত্যিই আনন্দের, বিজয়
লাল সবুজ পতাকা, প্রিয় বাংলাদেশ,
তবে মানা হচ্ছেনা কেন ত্রিশলক্ষ মা বোনের
ইজ্জতের উদ্দেশ্য বা ত্যাগের মূল নির্দেশ।
বেঁচে থাকা মুক্তিযোদ্ধাদেরও হয়েছে মন
বদল, বইয়ের পাতায় হয়েছে ইতিহাস বিকৃত!
স্বার্থের দাবানলে অভিরত পুড়েছে
মূল ইতিহাসের আসল সেই সত্য...!
স্বার্থবাজদের দখলে চলে গেছে
বিজয়, দুর্বলেরা দেখে বোবা রয়,
বিজয়ের ভিত্তি দিয়ে কর্ম কৌশল ও
ক্ষমতায়, দুর্বলের তরে চাপানো হয়েছে ভয়।
ভয়ের ভার বহে ধারাবাহিকতায়
বছর ফিরে বিজয়ের দিন আসে যায়,
সত্যি হয়ে আসবে কবে সেই বিজয় যে বিজয়ে
স্ববল-দুর্বল সবে খূঁজে পাবে সমান ন্যায়।
:(
ন্যায় বঞ্ছিত ছিলাম বলে বিজয়ের জন্য
একাত্তরে বাজি ছিলো প্রাণের ,
স্বার্থের মোহে পড়ে অবমাননা-
করে চলছি, সেই অমূল্য রক্তের!!
রক্তের মূল্য আমাদেরকেই দিতে হবে
সত্যিকারের বিজয় পৌঁছে দিয়ে ঘরে ঘরে,
হে তরুণ প্রজন্ম এবার বিজয়ের
আসল চেতনা ধারণ করো অন্তরে।
বিষয়: বিবিধ
১১৫৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিজয় দিবস পালনেও বাধা দিচ্ছে সার্থবাজরা।
প্রকৃতপক্ষে বিজয়ের মূল উদ্দেশ্য/স্বাধীনতার মূল লক্ষ্য থেকে আমরা যেন অনেক দূর সরে গেছি।
মন্তব্য করতে লগইন করুন