শক্তি দাও আমায়.... ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৯ নভেম্বর, ২০১৬, ১২:২৫:১৮ রাত
কথা আর কাজের মিল রাখার
তাওফীক দাও আমায় হে খোদা,
ভালো মন্দ ঠিক বেঠিক বুঝে
নেবার দাও সেই সে মেধা।
মন্দকে দূরে ঠেলে দিয়ে ভালোর-
কাছে আসতে শক্তি দাও আমায়,
ন্যায় কিছু আমার দ্বারাই না হলেও
না হয় যেন কারো প্রতি কোন অন্যায়।
আমি অধম, তুমি শক্তিধর
তোমার রহমত ছাড়া আমি নিঃস্ব!
তোমারি রহমতে অবিরাম চলছে
সত্যিকার নিয়মে পুরো বিশ্ব।
তোমার সৃষ্টি সব সত্যে প্রতিষ্টিত
নেই কোন ত্রুটি বিচ্চুতি,
অন্য কারো কাছে নয়, শুধু মাত্র
তোমারই কাছে আমি হাতপাতি।
দিওনা আমায় ফিরিয়ে, তুমি ছাড়া
যাবার নেই কোন ঠিকানা,
তুমি সবকিছুর খবর রাখ
দূর করে দাও আমার মনের বেদনা।
বিষয়: বিবিধ
১২২৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শক্তি মোদের দাও হে প্রভু বাতিলের সাথে লড়বার
অন্য কারো কাছে নয়, শুধু মাত্র
তোমারই কাছে আমি হাতপাতি।
-মাশাআল্লাহ! সুন্দর লিখেছেন ভাইজান।
ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন