ভাবির মা বাপেরা কেমন মানুষ? ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৩ নভেম্বর, ২০১৬, ০৩:১৪:৩৪ রাত



নিচের স্কৃর্নসর্ট থেকে লেখার সূত্রপাত!

বিয়েতে যৌতুক না নিলে যেখানে ছেলের বা ছেলের পরিবার অপমানিত হয়েছে বলে ধরে নেয়া সংস্কৃতি হয়ে দাড়িয়েছে সেখানে কোরবানীর গরু, শীত পিঠা, সহ নানান রকম হয়রানি না করলে ইজ্জত থাকে নাকি?

কোরবানির গরু বা ছাগল না দিলে বা না নিলে পাড়াপড়শির সহ আত্মীয় স্বজনদের ঘুম হারাম হয়ে যায়।

মেয়েরা এই বিষয়ে সবচেয়ে বেশি কোচা দিয়ে কথা বলে!!

পড়শিঃ কিরে তোমার নতুন বিয়ে হয়েছে প্রথম কোরবানির ঈদ তোমার বাপের বাড়ি থেকে গুরু দেয়নি?

নতুন বউঃ না দেয়নি।

পড়শিঃ একটি ছাগলও দিতে পারতো! তোমাদের পরিবার কি এতই গরিবযে একটি ছাগলও দিতে পারলোনা!

নতুন বউঃ হ্যাঁ দিতে পারতো...

পড়শিঃ তোমার মা বাপ আসলে ইজ্জত সম্মান কিছুই চেনেনা নতুন বিয়ে হয়েছে প্রথম কোরবানিতে গরু ছাগল কিছু দেয়নি মানুষ কত কিছু বলবে দেখো।।

নতুন বউঃ রান্নার সময় হয়েছে পরে কথা বলবো, আসি।

কোরবানি ঈদ উপলক্ষ্যে সাইমা বেড়াতে এসেছে অন্য সবার মত খাওয়া দাওয়া শেষ!

সাইমা মাকে জিজ্ঞেসা করলো মা কোরবানির সময় ভাবির বাপের বাড়ি থেকে গুরু দিয়েছে নাকি ছাগল দিয়েছে? (উল্লেখ্য সাইমা ঘরের বড় মেয়ে) মা বললো কিছু দেয়নি! সাইমা বলল কি বল মা.....

আমার বিয়ের প্রথম কোরবানির সময় তোমরা ২৭ হাজার টাকা দিয়ে গরু কিনে দিয়েছিলে......

ভাবির মা বাপেরা কেমন মানুষ?

সন্ধ্যায় গল্পের ছলে....

ভাবি কি করছো?

এইতো রান্না করছি,

কি রান্না করছো?

এইতো বাজার থেকে মাছ এনেছে মাছ রান্না করছি। গরুর গোস্ত গরম করতেছি। আচ্ছা ঠিক আছে।

ভাবি... আমার শশুর বাড়ির পাশে কয়েকমাস আগে একটি নতুন বউ এনেছে বউ অনেক ভালো, বউয়ের মা বাবারাও অনেক ভালো!

এমনেতো অনেক কিছুই দেয়, এইবার কোরবানির সময় এত বড় গুরু দিয়েছে... পড়ার সাবাই দেখতে এসেছে....!

ঐ এলাকার সেরা গুরু, দাম ৮০ হাজার টাকা বলেছে.... পুরা গ্রাম নাম হয়ে গেছে.....!

নতুন বউটির বুঝতে বাকি রইলোনা স্বামীর বড় বোন তাকে কি বুঝাতে চাইছে!!

পরের দিন নতুন বউটি তার মা বাবার সাথে ফোনে কথা বলে......

মা আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গিয়েছিলাম???

কেনরে কি হয়েছে? না কিছু হয়নি! বল কি হয়েছে....

এত বড় একটি কোরবানি গেলো তোমরা কোন গরু ছাগল দিতে পারলেননা। মেয়ের কথা শুনে মেয়ের বাবা মা হতবাক!

মা কেউ কিছু বলেছে নাকি? কান্না ঝড়িত কন্ঠে অনেকে অনেক কথা বলে।

মা কি করবো বল তোর বিয়ের কড়চাপাতি করতে আমাদের আরো ধারকর্য আছে সেগুলো এখনো শেষ করতে পারিনি। আমরাওতো এই বছর কোরবানি করিনি।

বাকিটুকু বলার মত নয়.....

এই ধরনের ঘটনা আপনার আমার চোখের সামনে হরহামেশাই ঘটতেছে..... সামাজিক বিপ্লব ছাড়া এর মুক্তি নেই, আসুন মুক্তির জন্য পরিবর্তনের লক্ষ্যে সম্মিলিত ভাবে চেষ্টা করি সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। আসুন আমরা সামাজিক ব্যাধি দূর করার জন্য দলমত নির্বিশেষে কাজ করি।

বিষয়: বিবিধ

১১৮৮ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379412
০৩ নভেম্বর ২০১৬ দুপুর ০১:৫৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনাদের প্রচেষ্টা সফলতার সাথে এগিয়ে চলুক,এই কামনা। তবে আমার সামনে কেউ এই ধরণের কথা বললে ইজ্জত হামচার করে দেই।
০৩ নভেম্বর ২০১৬ বিকাল ০৪:৪৫
314140
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ শুভ কামনার জন্য। ইজ্জত হামাচার করার জন্য যদি সবাই এগিয়ে আসতো তাহলে দ্রুত পরিবর্তন আসতো।
379419
০৩ নভেম্বর ২০১৬ রাত ১০:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই বিষয়টিকে কঠোর ভাবে প্রতিরোধ করা প্রয়োজন। নারিদের মধ্যে সচেতনতা সৃস্টি ও অনেক জরুরি এজন্য।
০৪ নভেম্বর ২০১৬ রাত ১২:৪৭
314147
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : নারীরা অন্যদের কোচা দিতে দৃধাবোধ করেনা। তারা কাউকে কোচা দিয়ে টেনশন দিতে পারলেই যেন নিজেকে জ্ঞানী ভাবা শুরু করেন।

সচেতনতা অবশ্যই জরুরি। ধন্যবাদ মতামতের জন্য।
379425
০৩ নভেম্বর ২০১৬ রাত ১১:৩৩
আফরা লিখেছেন : আমি কখনো আমার ভাবীকে এমন কথা বলি না ----ভাইয়া আমি ও আপনাদের সাথে আছি ..গরু তো দিবো ই না গরুর ঠ্যাং ও দিব না ।

ধন্যবাদ ভাইয়া ।

নবদম্পত্তির জন্য শুভ কামনা -- আগামী দিন গুলো যেন উনাদের সুন্দর হয় ।
০৪ নভেম্বর ২০১৬ রাত ১১:৪৯
314170
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ মজার কমেন্ট করার জন্য।
379437
০৪ নভেম্বর ২০১৬ সকাল ০৫:৪০
স্বপন২ লিখেছেন :

ভালো লাগলো / অনেক ধন্যবাদ /
০৪ নভেম্বর ২০১৬ রাত ১১:৪৯
314171
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
379450
০৪ নভেম্বর ২০১৬ দুপুর ০২:২২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় ভাইয়া।



অরুচিকর মানসিকতার ছাপ সুস্পষ্ট এহেন আপত্তিকর কথোপকথনে।


জাযাকাল্লাহু খাইরান।
০৪ নভেম্বর ২০১৬ রাত ১১:৫১
314172
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। হ্যাঁ এই অরুচিকর কথা গুলো আজকের সমাজ বহন করে চলছে।
382010
২৫ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ১২:৫৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! ভাই কি বলবো স্বদেশী ভাইয়েরা বেশীরভাগ যৌতুক নিয়ে বিয়ে করে তাই যারা প্রবাসে থাকে তাদের আন্দোলন কতটা ফলপ্রসূ হবে? স্বদেশী ভাই ও তাদের পরিবারের মুরুব্বীদের আগে যৌতুকের আকাংখাকে তালাক দিতে হবে এরপর বিয়ে করাবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File