চতুর্মুখী পথ+বিবেকের দর্শন!! ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২০ অক্টোবর, ২০১৬, ১২:০২:৪৪ রাত



চলার পথেই আমরা চলি

সামনে আছে চারটি প্রসস্থ রেখা,

যে রেখাতেই যাইনা কেন তা থেকে

ভালো হোক মন্দ হোক হবে কিছু শিক্ষা!

Rose

বিবেক দিয়েই সিদ্ধান্ত হবে

কোন শিক্ষাটি জীবনে প্রয়োজন,

বিবেকের দর্শনই তৈরি করবে

নিজের জন্য উন্নত বা অবনত জীবন!

Rose

কেউ সল্প অর্জন নিয়ে সন্তুষ্ট হয়

কারো চাওয়ার সিমানা অনন্ত,

কারো গোপণ মন কারো চাওয়া

দেখে শুধু শুধু হয় বিরক্ত!

Rose

থেমে নেই তবুও চতুর্মুখী পথ, চলছে

যে যার মতো ব্যবহারে বিবেক,

কারো বিবেকে প্রকাশ পায় মানুষত্ব

কারো মাঝেও প্রকাশ পায় পশুত্ব হরেক।

Rose

পশুত্ব প্রকাশ পায় যার, তার

বিবেকে হয়েছে রোগ, ধরেছে পচন,

বিবেককে রোগ মুক্ত করতে

জাগ্রত করো ঘুমিয়ে পড়া মন।

Rose

মনকে জাগাতে না পারলে

পশুত্ব নিয়ে হবে ইন্তেকাল,

মানকে জাগ্রত করে দামি করো

এই ইহকাল ও অন্তত পরকাল।

বিষয়: বিবিধ

১০৭০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378871
২০ অক্টোবর ২০১৬ সকাল ০৬:০৭
আকবার১ লিখেছেন : চমৎকার কবিতা,চালিয়ে যান।
২০ অক্টোবর ২০১৬ বিকাল ০৪:৪৮
313831
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ মতামত রেখে যাবার জন্য।
378877
২০ অক্টোবর ২০১৬ দুপুর ১২:০৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আস্ সালামু আলাইকুম।
চমৎকার লিখা!অনেক ধন্যবাদ।
২০ অক্টোবর ২০১৬ বিকাল ০৪:৪৮
313832
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File