চতুর্মুখী পথ+বিবেকের দর্শন!! ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২০ অক্টোবর, ২০১৬, ১২:০২:৪৪ রাত
চলার পথেই আমরা চলি
সামনে আছে চারটি প্রসস্থ রেখা,
যে রেখাতেই যাইনা কেন তা থেকে
ভালো হোক মন্দ হোক হবে কিছু শিক্ষা!
বিবেক দিয়েই সিদ্ধান্ত হবে
কোন শিক্ষাটি জীবনে প্রয়োজন,
বিবেকের দর্শনই তৈরি করবে
নিজের জন্য উন্নত বা অবনত জীবন!
কেউ সল্প অর্জন নিয়ে সন্তুষ্ট হয়
কারো চাওয়ার সিমানা অনন্ত,
কারো গোপণ মন কারো চাওয়া
দেখে শুধু শুধু হয় বিরক্ত!
থেমে নেই তবুও চতুর্মুখী পথ, চলছে
যে যার মতো ব্যবহারে বিবেক,
কারো বিবেকে প্রকাশ পায় মানুষত্ব
কারো মাঝেও প্রকাশ পায় পশুত্ব হরেক।
পশুত্ব প্রকাশ পায় যার, তার
বিবেকে হয়েছে রোগ, ধরেছে পচন,
বিবেককে রোগ মুক্ত করতে
জাগ্রত করো ঘুমিয়ে পড়া মন।
মনকে জাগাতে না পারলে
পশুত্ব নিয়ে হবে ইন্তেকাল,
মানকে জাগ্রত করে দামি করো
এই ইহকাল ও অন্তত পরকাল।
বিষয়: বিবিধ
১০৭০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার লিখা!অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন