ওরা আসছে.... বিষয় যৌতুক ও মাদক! ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৯ অক্টোবর, ২০১৬, ০৩:০৫:০২ রাত
ওরা আসছে, আসবেই ওরা,
যারা এখনো আছে অন্ধকারে
ওরা আলো খোঁজে চলছে নিরবে,
সুযোগ পেলেই আসবে ওরা আলোর আসরে।
এতোদিন চুপচাপ সহ্য করে,
অন্তরকে যারা করেছে কয়লা
ওরা দাড়াবে এবার পরিস্কার হবেই-হবে
অবচেতনে জমাটবাঁধা সমাজের ময়লা।
দাম্পত্যের সম্পর্ক শুরু হোক যুলুম মুক্ত
যৌতুকের প্রশ্ন ভুলে যাক অভিভাবক
যৌতুকের বিরুদ্ধে আমরা গড়েছি ঐক্য,
আর দেরি নয় এবার আওয়াজ তোলো হে যুবক।
হে যুবক তুমি আওয়াজ তুলবে যখন
তোমার অভিভাবক মনে পাবে শক্তি
যুবকের সাহস আর অভিভাবকের শক্তি
দিয়ে আসবে-আসবেই যৌতুকের মুক্তি।
মাদক সেবন কেন হে তরুণ, যুবক?
তুমিতো ছিলে নিস্পাপ পরিস্কার
কেন? বলো কেন? মাদক সেবনে
নিজেকে করছো ছারখার?
তুমি ইচ্ছে করলেই পারো
পরিবর্তন করে নিতে নিজেকে
সহযোগী হিসেবে পাবে নিশ্চয়ই
ঐক্যের বন্ধনে আমাদেরকে।
তুমি এসো খোলা মনে, সহজ করে নাও,
পরিবর্তনের অঙ্গীকারে শক্ত করো মনকে।
বিশ্বাস করো ঠাঁই পাবে তুমি
আমাদেরই মায়া ভরা বুকে।
মিছিলে এসো ছেড়ে দ্বিধাবোধ
ঐ দোখো জ্বলছে পরিবর্তনের আলো
যৌতুকের দামাঢল থামবে এবার
মুছে যাবে মাদকের আঁধার কালো।
বিষয়: বিবিধ
৯৯৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিজের সামর্থ্যের বাইরে সংসার মেইনটেইন করতে গিয়ে অনেকেই বিপথে জড়িয়ে পড়ে। আর্থিক ব্যাক আপই পারে এ ধরনের ফ্রাস্টেটেড অবস্থার অবসান ঘটাতে।
পুরুষ মানুষ সংসার ও লাক্সারী মেইনটেইনের জন্য টাকার সন্ধানে পাগলা কুকুরের মত হয়ে গেছে ।
দ্বায়িত্বের চাপের ঠেলায় সবাই এক রাতেই বিলিয়নিয়ার হবার স্বপ্ন দেখা/ ধান্ধা করা শুরু করে দিয়েছে।
মিছিলে এসো ছেড়ে দ্বিধাবোধ
ঐ দোখো জ্বলছে পরিবর্তনের আলো
যৌতুকের দামাঢল থামবে এবার
মুছে যাবে মাদকের আঁধার কালো।
অনেক ভালো লাগলো .
মন্তব্য করতে লগইন করুন