অভিশপ্ত যৌতুক...!
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১১:৫৯:৩৯ রাত
যৌতুক একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধিতে আক্রান্ত সমাজের প্রতিটি মানুষ আজ অভিশাপ নিয়ে জীবন-যাপন করছে। প্রত্যেকের জীবনে যৌতুক নামের অভিশাপটি অশান্তি সৃষ্টি করে প্রতিনিয়ত নেক্কারজনক ঘটনার জন্ম দিচ্ছে। প্রতিদিন পত্রিকার পাতায় দেখি নারী নির্যাতনের খবর।যৌতকের কারনে সমাজের অনেক নারী স্বামীর দ্বারা শারীরিক, মানষিকভাবে নির্যাতনের স্বীকার। অনেকে স্বামীর নির্যাতন সহ্য করতে ব্যর্থ হয়ে আত্যহত্যার মত ঘৃণ্য পথ বেচে নেয়। অনেক নারী স্বামীর হাতে নির্যাতিত হয়ে অকালে মৃত্যু বরণ করে,অনেক পঙ্গুত্ব বরণ করেছে। নারীরা আজ সমাজের বিবেকের কাছে অসহায়, সমাজের বিবেকবান মানুষের বিবেক এখনো মোহ কাটিয়ে উঠেনি। সংসারে জীবন নিয়ে শান্তিতে থকতে হলে যৌতুকে চিরতরে বিদায় দিতে হবে, এগিয়ে আসতে হবে সমাজের বিবেকবান মনুষদের। সজাগ থাকতে হবে সমাজের সর্বস্থরের মানুষকে।।
বিষয়: বিবিধ
১২৪১ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে কাউকে না কাউকে অবশ্যই চেষ্টা করতে হবে আপনি সেটা করছেন ধন্যবাদভাইয়া ।
জানেন, পুরুষ জাতি এমনই। আদর করে বুকে টানবে আবার যৌতুক না দিলে লাথি মেরে ফেলেও দিবে!
মন্তব্য করতে লগইন করুন